Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

রেল অবরোধ পান ফুল চারা ব্যবসায়ী ও চাষীদের

পূর্ব মেদিনীপুরের মেছাদা তে রেল অবরোধ পান ফুল চারা ব্যবসায়ী ও চাষীদেরপ্রদীপ কুমার মাইতি*রেল ঘেরাও করে তুমুল বিক্ষোভ অবরোধ, বচসা রেল পুলিশের সাথে। শ্রমিক চাষীদের অভিযোগ রেলের বুকিং ছিল হঠাৎ করে পণ্যবাহী রেল ক্যানসেল করে দেয় রেল …




পূর্ব মেদিনীপুরের মেছাদা তে রেল অবরোধ পান ফুল চারা ব্যবসায়ী ও চাষীদের

প্রদীপ কুমার মাইতি*রেল ঘেরাও করে তুমুল বিক্ষোভ অবরোধ, বচসা রেল পুলিশের সাথে। শ্রমিক চাষীদের অভিযোগ রেলের বুকিং ছিল হঠাৎ করে পণ্যবাহী রেল ক্যানসেল করে দেয় রেল ডিপার্টমেন্ট। তারা এ দিন লক্ষ লক্ষ টাকার পান ,ফুল ,চারা, মাছ রেলস্টেশনে নিয়ে এসে বিপাকে পড়েছেন। হঠাৎ করে এই বিশেষ পণ্যবাহী রেল ক্যানসেল এর জন্য। এই সমস্ত মূল্যবান পণ্য পচে নষ্ট হয়ে যাবে বলে দাবি শ্রমিক চাষীদের ও ব্যবসায়ীদের। শুধু তাই নয় বিভিন্ন স্টেশনে এই সমস্ত পণ্য ওঠানামার জন্য রেল নির্দিষ্ট একটা সময় দিয়ে দাঁড়াতো ,এখন সেই রেল আবার স্টপেজ দিচ্ছে না। বুকিং নিয়েও নির্দিষ্ট সময়ে রেল না দিয়ে খামখেয়ালিপনা করছে রেল দপ্তর। যতক্ষণ না তাদের এই পণ্য পরিবহনের রেল দেওয়া হচ্ছে এই রেল অবরোধ বা আন্দোলন চালিয়ে যাবে ফুল ব্যবসায়ী পান ব্যবসায়ী সহ শ্রমিক ও চাষিরা। অবরোধে শামিল হয়েছে এই সমস্ত পণ্য পার্সেলের  প্রায় 200 শ্রমিক। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা পরিস্থিতি মেছাদা রেলস্টেশনে। সামাল দিতে হিমশিম খাচ্ছে রেলওয়ে পুলিশ প্রশাসন। এই অবরোধে আটকে পড়েছে পুরী জগন্নাথ এক্সপ্রেস সহ বেশ কয়েকটি লোকাল ট্রেন।

No comments