মানবতার সেবায় নিরন্তর পথচলা আমাদের।।করোণা,, আমাদের মধ্যে সামাজিক দূরত্ব তৈরি করতে পারলেও,, মনের দূরত্ব তৈরি করতে পারেনি।আমরা Haldia Institute Of Technology, Applied Electronics & Instrumentation Engineering Dep এর পুরো পরি…
মানবতার সেবায় নিরন্তর পথচলা আমাদের।।
করোণা,, আমাদের মধ্যে সামাজিক দূরত্ব তৈরি করতে পারলেও,, মনের দূরত্ব তৈরি করতে পারেনি।
আমরা Haldia Institute Of Technology, Applied Electronics & Instrumentation Engineering Dep এর পুরো পরিবার মহিষাদল বিধানসভার দেউলপোতা গ্রামে অবস্থিত সেবাশ্রমে আবাসিক ছাত্রছাত্রীদের কাছে নতুন বছরের উপহার নিয়ে উপস্থিত হয়েছিলাম।
এই আশ্রমের সেই সমস্ত কচিকাচারা থাকে যাদের নিজের আপন জন বলে কেউ নেই। এমতাবস্থায় আমরা সেই সমস্ত কচিকাচাদের হাতে তুলে দিলাম বই ,খাতা, পেন্সিল, পেন, কলম, আঁকার সরঞ্জাম, সেইসঙ্গে কিছু খাওয়ার।।
ওদের আপ্যায়ন ও ভালোবাসা নিয়ে ফিরে এলাম,, কাটালাম এক আনন্দঘন মুহূর্ত।
এই সেবাশ্রমের প্রাণ প্রতিষ্ঠাতা গৌতম বটব্যাল বাবু যিনার অক্লান্ত পরিশ্রম,, আগামী দিন আরও বড়ো রূপরেখা তৈরি করতে পারে।।
ওনার চিন্তাভাবনার সাথে আমরা আছি। গৌতম বাবুর সহযোগীয় আমাদের কর্মকাণ্ড খুব সুন্দর ভাবে সফল হলো।। ধন্যবাদ জানাই ওনাকে।
পরিশেষে আবারও বলি,, এই আশ্রম অনেক শিশুদের একমাত্র আশ্রয়।। ওরা সকলেই ঈশ্বরের সন্তান।। সকলের ভালোবাসা, আশীর্বাদ যেন বর্ষিত হয় এই দেব শিশুদের ওপর।। ওরা ভালো থাকুক,, জীবনের পথে এগিয়ে চলুক ।। প্রস্ফুটিত হোক সকল আশা ।। স্বপ্ন পূরণের লক্ষ্যে অবিচল থেকে যেন ওরা পৌঁছে যায় আগামীতে।।
No comments