রহমনিয়া প্রাথমিক বিদ্যালয়ে হেলথ চেকআপ এবং কোভিড ভ্যাক্সিনেশন ক্যাম্প
পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি পৌরসভা স্বাস্থ্য দপ্তর আয়োজিত হেলথ চেকআপ এবং কোভিড ভ্যাক্সিনেশন ক্যাম্প শুক্রবার আয়োজিত হল দারুয়া রহমানিয়া প্রাথমিক বিদ্যালয়তে। …
রহমনিয়া প্রাথমিক বিদ্যালয়ে হেলথ চেকআপ এবং কোভিড ভ্যাক্সিনেশন ক্যাম্প
পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি পৌরসভা স্বাস্থ্য দপ্তর আয়োজিত হেলথ চেকআপ এবং কোভিড ভ্যাক্সিনেশন ক্যাম্প শুক্রবার আয়োজিত হল দারুয়া রহমানিয়া প্রাথমিক বিদ্যালয়তে। লায়ন্স ক্লাব অফ কন্টাই এর সহায়তায় অনুষ্ঠিত এই শিবিরের উদ্বোধন করেন লায়ন্স ডিস্ট্রিক্টের প্রাক্তন ডিস্ট্রিক্ট গভর্নর তথা কাঁথির বিখ্যাত নাক কান গলা বিশেষজ্ঞ ডাঃ বিশ্বজিৎ সামন্ত । অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন
সার্জেন ডাঃ সমীর দে, পৌরসভার হেলথ অফিসার ডাঃ অনুতোষ পট্টনায়ক , দন্ত চিকিৎসক ডাঃ কৃষ্ণেন্দু বেরা এবং
ভোলানাথ চক্ষু হাসপাতালের চিকিৎসকরা।দারুয়া লায়ন্স ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত শিবিরের উদ্বোধনী সভায় পৌরহিত্য করেন ক্লাবের সভাপতি লায়ন ফরিদ মল্লিক ।অন্যান্যদের মধ্যে ছিলেন দারুয়া লায়ন্স ক্লাবের সহ সভাপতি আমিন সোহেল, লায়ন্স ক্লাব অব কন্টাই চৌরঙ্গী সভাপতি বিশ্বজিৎ মাইতি, লায়ন্স ক্লাব অফ কন্টাই দারুয়ার বোর্ড অফ ডাইরেক্টর মইনুদ্দিন আলী খান, আক্তার আলি খান প্রমুখ।
শিবির পরিচালনা করেন কাঁথি পৌরসভার হেলথ কো-অর্ডিনেটর তথা লায়ন্সক্লাব অব কন্টাই এর সভাপতি সুস্মিত মিশ্র।এই শিবিরে কোভিড ভ্যাকসিনের বুস্টার ডোজ দেওয়ার পাশাপাশি ব্লাড সুগার ও ব্লাড প্রেসার নির্নয় করা হয় ।সেই সাথে বিশেষজ্ঞ চিকিৎস্যকেরা রোগীদের পরীক্ষা করেন ।
No comments