Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

15 থেকে 18 বছর বয়সের ছাত্র-ছাত্রীদেরকে কো- ভ্যাকসিন দেওয়া শুরু হবে

15 থেকে 18 বছর বয়সের ছাত্র-ছাত্রীদেরকে কো- ভ্যাকসিন দেওয়া শুরু হবে করোনা আবহের তৃতীয় ঢেউ আসার আগেই জেলা থেকে শুরু করে ব্লকের সমস্ত স্কুলগুলিতে 15 থেকে 18 বছর বয়সের ছাত্র-ছাত্রীদের কে কো- ভ্যাকসিন দেওয়া শুরু হবে। আগামীকাল ইং…

 




 15 থেকে 18 বছর বয়সের ছাত্র-ছাত্রীদেরকে কো- ভ্যাকসিন দেওয়া শুরু হবে 

করোনা আবহের তৃতীয় ঢেউ আসার আগেই জেলা থেকে শুরু করে ব্লকের সমস্ত স্কুলগুলিতে 15 থেকে 18 বছর বয়সের ছাত্র-ছাত্রীদের কে কো- ভ্যাকসিন দেওয়া শুরু হবে। আগামীকাল ইং 3 জানুয়ারি 2022 সোমবার, সকাল দশটায় মহিষাদল ব্লকের লক্ষা বয়েজ হাই স্কুলে এই প্রথম  15 থেকে 18 বছর বয়সের ছাত্র- ছাত্রীদের কো ভ্যাকসিন দেওয়া হবে । বলে জানান মহিষাদল ব্লক -এর বিডিও যোগেশ চন্দ্র মন্ডল। প্রায় 650 জন ছাত্র -ছাত্রীকে কো- ভ্যাকসিন দেওয়া হবে। বলে জানিয়েছেন মহিষাদল বাসুলিয়া গ্রামীণ হাসপাতালের ব্লক স্বাস্থ্য আধিকারিক ডা: ইন্দ্রানী দেবনাথ । তিনি আর ও জানান ওই স্কুলে চারটি ক্যাম্প করা হবে ছাত্র -ছাত্রীদের কো-ভ্যাকসিন নেওয়ার সুবিধার্থে।  ব্লকের সমস্ত স্কুলগুলিতে কো-ভ্যাকসিন দেওয়া হবে।

No comments