Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয়ের NSS এর উদ্যোগে লিঙ্গ সংক্রান্ত সংবেদনশীলতা এর ওপর সেমিনার

বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয়ের NSS এর উদ্যোগে লিঙ্গ সংক্রান্ত সংবেদনশীলতা এর ওপর সেমিনার
বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয়ের NSS এর উদ্যোগে Gender Sensitization অর্থাৎ লিঙ্গ সংক্রান্ত সংবেদনশীলতা এর ওপর সেমিনারবিবেকানন্দ মিশন মহাবিদ্যা…

 


বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয়ের NSS এর উদ্যোগে লিঙ্গ সংক্রান্ত সংবেদনশীলতা এর ওপর সেমিনার


বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয়ের NSS এর উদ্যোগে Gender Sensitization অর্থাৎ লিঙ্গ সংক্রান্ত সংবেদনশীলতা এর ওপর সেমিনার

বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয়ের NSS এর উদ্যোগে লিঙ্গ সংক্রান্ত সংবেদনশীলতা এর ওপর সেমিনার

বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয়ের NSS এবং IQAC এর যৌথ উদ্যোগে Gender Sensitization অর্থাৎ লিঙ্গ সংক্রান্ত সংবেদনশীলতার ওপর আজ একটি Seminar অনুষ্ঠিত হলো । এই সেমিনারে উপস্থিত ছিলেন মহা বিদ্যালয়ের অধ্যক্ষ মহোদয় ড. মানবেন্দ্র সাহু মহাশয় ,IQAC Coordinator ড. শান্তনু বসু মহাশয় , দর্শন বিভাগের অধ্যাপিকা কাকলি ঘোষ মহাশয়া এবং অন্যান্য অধ্যাপক অধ্যাপিকাবৃন্দ , ছাত্রসংসদের সদস্যবৃন্দ , NSS ইউনিটের ছাত্র-ছাত্রীবৃন্দ 

আজকের সেমিনারে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইংরlজি বিভাগের অধ্যাপিকা ড. অমৃতা ব্যানার্জি মহাশয়া ।পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে এবং বিভিন্ন ভিডিও প্রদর্শনের মাধ্যমে তিনি খুবই প্রাসঙ্গিক এবং গ্রহণযোগ্য বক্তব্য উপস্থাপন করেন যা ছাত্র-ছাত্রী এবং সেমিনারে উপস্থিত সকল শ্রোতার মনে যথেষ্ট প্রভাব ফেলে।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন NSS এর প্রোগ্রাম অফিসার এবং NSS এর ডিস্ট্রিক্ট নোডাল অফিসার প্রণব কুমার জানা মহাশয়। তাঁকে সহযোগিতা করেন NSS এর অন্য দুই প্রোগ্রাম অফিসার ড. সৌম্য সাহা এবং সৌমিত মণ্ডল মহাশয় ।

No comments