Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

টোটো, অটো ,ইঞ্জিনভ্যান চলাচলে নিষেধাজ্ঞাতে বৃহত্তর আকারে জেলা শাসকের কাছে ডেপুটেশন

টোটো, অটো ,ইঞ্জিনভ্যান চলাচলে নিষেধাজ্ঞাতে বৃহত্তর আকারে জেলা শাসকের কাছে ডেপুটেশনবিজ্ঞাপন
কৃষ্ণকান্ত মাইতি ,তমলুক ,পূর্ব মেদিনীপুর: দুর্ঘটনা এড়াতে জাতীয় সড়কের উপরে ইঞ্জিন ভ্যান, টোটো এবং অটো চলাচল সম্পূর্ণ বেআইনি। ইতিমধ্যেই রাজ্…

 



টোটো, অটো ,ইঞ্জিনভ্যান চলাচলে নিষেধাজ্ঞাতে বৃহত্তর আকারে জেলা শাসকের কাছে ডেপুটেশন

বিজ্ঞাপন


কৃষ্ণকান্ত মাইতি ,তমলুক ,পূর্ব মেদিনীপুর: দুর্ঘটনা এড়াতে জাতীয় সড়কের উপরে ইঞ্জিন ভ্যান, টোটো এবং অটো চলাচল সম্পূর্ণ বেআইনি। ইতিমধ্যেই রাজ্যের পরিবহন দফতরের তরফে এ নিয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সেই মোতাবেক  জাতীয় সড়কের উপরে যাতে ইঞ্জিন ভ্যান, টোটো এবং অটো রিকশা না চলাচল করে তা নিয়ে পুলিশের তরফে চালকদের ডেকে সতর্কবার্তা দেওয়া হয়। পূর্ব মেদিনীপুর জেলার একাধিক থানায় সভা করে চালকদের সতর্কবার্তা দেওয়া হয়, পুলিশের তরফে সাফ জানিয়ে দেওয়া হয় জাতীয় সড়কের ওপর- টোটো, ইঞ্জিন ভ্যান ও রিকশা চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ। যদি কেউ নির্দেশ উপেক্ষা করে তাদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছিলেন । তবে জেলার ডিএসপি ট্রাফিক দিব্যেন্দু দাস জানান, জাতীয় সড়ককে রুট হিসেবে ব্যবহার করা কোন প্রকারে চলবে না।

বিজ্ঞাপন


 সরকারি নির্দেশ সবাইকে মেনেই চলতে হবে।কিন্তু পশ্চিমবঙ্গ মোটর ভ্যান চালক ইউনিয়নের পূর্ব মেদিনীপুর জেলা সভাপতি অমিত মান্না বলেন, "বহুজাতিক কোম্পানির স্বার্থে এই যেমন টাটা, বিড়লা, মহিন্দ্রা যারা ছোট গাড়ি বার করছে তাদের স্বার্থেই মোটর ভ্যান চালকদের উপরে এই নিষেধাজ্ঞা আনছে। কারণ মোটর ভ্যান এখন গ্রামীণ এবং শহরতলি পরিবহনের ক্ষেত্রে বিশেষ করে মাল পরিবহনের ক্ষেত্রে একমাত্র ভরসা। ফলে এরা যদি বন্ধ না হয়, তাহলে ছোট গাড়ির মার্কেট ডাউন হচ্ছে। ফলে ছোট গাড়ির মার্কেটকে তোলার জন্য আজকের সরকার বহুজাতিক সংস্থাকে আরও লাভ পাইয়ে দেওয়া। তাই তারা আজ পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসকের কাছে ডেপুটেশন দিতে আসে বিশাল জনসভা আকারে। তারপর ডেপুটেশন দেওয়ার পর তাদের সমস্ত দাবি-দাওয়া না মেনে নিলেও, মানবিক দৃষ্টিভঙ্গিতে দেখার আশ্বাসটুকু দেন জেলাশাসক আধিকারিকরা। 

বিজ্ঞাপন


আর এই আশ্বাস পেয়ে সমস্ত চালকরা আগামীকাল থেকে ইঞ্জিনভ্যান ,টোটো ,রিক্সা নিয়ে আবারোও আগের মতোই আগামীকাল থেকে রাস্তায় নামবে, এবং আবারও চলাচলে যদি পুলিশের হেনস্তার শিকার হতে হয় তাহলে আগামী দিনে থানায় থানায় ও বৃহত্তর আন্দোলনে নামবেন সমস্ত চালকরা। কিন্তু জাতীয় সড়কের উপরে মোটর ভ্যান চলাচল সম্পূর্ণ কবে বন্ধ হবে বা সমস্ত যানবাহন চলাচল সচল থাকবে কিনা সেটাই এখন দেখার।



বাইট- দীপক চৌধুরী (ইউনিয়ন রাজ্য সম্পাদক)


বাইট-প্রণব জানা (ইঞ্জিন ভ্যান চালক)


বাইট-জয়দেব ঘোষ ( ইঞ্জিন ভ্যান চালক)

No comments