তৃণমূল যুব কংগ্রেসের কর্মীসম্মেলন
কাঁথি শহর তৃণমূল যুব কংগ্রেসের অাহ্বানে ৩ নং ওয়ার্ড তৃণমূল যুব কংগ্রেসের কর্মীসম্মেলন বড় দারুয়া সমাজকল্যাণ সংঘের মাঠে অায়োজিত হয়। সম্মেলনের শুরুতেই হেলিকপ্টার দুর্ঘটনায় সস্ত্রীক নিহত চিফ অফ ডিফেন্…
তৃণমূল যুব কংগ্রেসের কর্মীসম্মেলন
কাঁথি শহর তৃণমূল যুব কংগ্রেসের অাহ্বানে ৩ নং ওয়ার্ড তৃণমূল যুব কংগ্রেসের কর্মীসম্মেলন বড় দারুয়া সমাজকল্যাণ সংঘের মাঠে অায়োজিত হয়। সম্মেলনের শুরুতেই হেলিকপ্টার দুর্ঘটনায় সস্ত্রীক নিহত চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত সহ ১৩ জন সেনানীর অমর স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধার্ঘ নিবেদন করা হয়। সম্মেলন উপলক্ষে প্রকাশ্য সভায় সভাপতিত্ব করেন ৩ নং ওয়ার্ডের বিশিষ্ট তৃণমূল কংগ্রেসের নেতা রঞ্জন জানা।জনসভায় বক্তব্য রাখেন মৎস্য মন্ত্রী অখিল গিরি, প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন, জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সুপ্রকাশ গিরি, জেলা সংখ্যালঘু সেলের সভাপতি সেক অানোয়ার উদ্দিন, কাঁথির পৌর চেয়ারপারসন হরিসাধন দাস অধিকারী, রত্নদীপ মান্না, অামিন সোহেল, সুরজিৎ নায়ক, সেক সুরজ অাল অামন, জুবায়ের বিন রব, সেক এজবার,সেক তাহের,সেক অাশেক উদ্দিন, সেক অাজিজুল,সেক মুক্তিয়ার উদ্দিন, সেক সাত্তার, মনজুর অালি খাঁন, সেক সরাফ উদ্দিন, ডাঃ অাবেদ অালি, উত্তম গিরি প্রমুখ নেতৃবৃন্দ। সভা পরিচালনা করেন কাঁথি শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সুরজিৎ নায়ক। মৎস্য মন্ত্রী অখিল গিরি অাগামী কাঁথি পৌরসভা নির্বাচনে বিজেপি কে পর্যদুস্ত করে ২১ টি ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস কে জয়যুক্ত করার অাবেদন জানান। বিগত পৌরবোর্ডের সময়কালে অনিয়ম- বেনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার অাহ্বান জানান মৎস্য মন্ত্রী অখিল গিরি। প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন বিজেপির মেরুকরণের রাজনীতির বিরুদ্ধে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ সংগ্রামে ব্রতী হওয়ার অাহ্বান জানান। জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সুপ্রকাশ গিরি অাগামী ২০ শে ডিসেম্বর কাঁথি শহরে সম্প্রীতি সভা সফল করার অাবেদন জানান।
No comments