Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ফিরে দেখা -"গগন হরকরা"

ফিরে দেখা -"গগন হরকরা" 

"গগন হরকরা" - পরিবারের দেওয়া নাম গগণ চন্দ্র দাস হলেও ইতিহাসে যিনি গগন হরকরা নামেই প্রসিদ্ধ। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের আড়পাড়া গ্রামে আনুমানিক ১৮৪৫ সালে জন্মগ্রহণ করেন গ…

 





ফিরে দেখা -"গগন হরকরা" 



"গগন হরকরা" - পরিবারের দেওয়া নাম গগণ চন্দ্র দাস হলেও ইতিহাসে যিনি গগন হরকরা নামেই প্রসিদ্ধ। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের আড়পাড়া গ্রামে আনুমানিক ১৮৪৫ সালে জন্মগ্রহণ করেন গগন। শিলাইদহ পোস্ট অফিসে কাজ করতেন ডাকহরকরা বা ডাকপিয়ন হিসেবে। তবে এই পরিচয় ছাপিয়ে গগন ইতিহাসে জায়গা করে নিয়েছেন তার রচিত ও সুরারোপিত কালজয়ী গানের জন্য।


শিলাইদহ পোস্ট অফিসে ডাকহরকরার কাজের ফাঁকে গান রচনা ও গান গাইতেন গগন। তিনি বাউল সম্রাট ফকির লালনের অনুসারী ছিলেন। রবীন্দ্রনাথ শিলাইদহের কুঠিবাড়িতে এলে চিঠিপত্রাদি দিতে জমিদার কাচারিতে যাওয়া হতো গগনের। তার রচিত ও সুরারোপিত ‘আমি কোথায় পাব তারে, আমার মনের মানুষ যে রে’ গানটি শুনে মুগ্ধ হন রবীন্দ্রনাথ।


রবীন্দ্রনাথ গগণের নাম ও তার গানের বিষয়ে তার প্রবন্ধ “An Indian Folk Religion” এ উল্লেখ করেন। সেখানে ‘আমি কোথায় পাবো তারে’—গানটির উল্লেখ করে রবীন্দ্রনাথ বলেন, “The first Baul song, which I chanced to hear with any attention, profoundly stirred my mind.”


এই গান তাকে এতোটাই প্রভাবিত করে রবীন্দ্রনাথ যার সুরে রচনা করেন ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি’।

                        -------------------


আমি কোথায় পাব তারে,

আমার মনের মানুষ যে রে।

হারায়ে সেই মানুষে, তার উদ্দেশে দেশ-বিদেশে-

আমি দেশ-বিদেশে বেড়াই ঘুরে -


                       ------------ গগন হরকরা।


  আমার   সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।

  চিরদিন   তোমার আকাশ, তোমার বাতাস,

             আমার প্রাণে বাজায় বাঁশি ॥

     ও মা,   ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে,

                             মরি হায়, হায় রে--


                     ------------- রবীন্দ্রনাথ ঠাকুর।

No comments