নটরাজ ডান্স এন্ড কালচারাল একাডেমী উদ্যোগে শাস্ত্রীয় সন্ধ্যা
আগামী ২৭ শে ডিসেম্বর সোমবার বিকেল তিনটা থেকে পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শিক্ষানগর হলদিয়া। হলদিয়া হাজরা মোড় নটরাজ ডান্স অ্যান্ড কালচারাল একাডেমি প্রেক্ষাগৃহে। শিল্প…
নটরাজ ডান্স এন্ড কালচারাল একাডেমী উদ্যোগে শাস্ত্রীয় সন্ধ্যা
আগামী ২৭ শে ডিসেম্বর সোমবার বিকেল তিনটা থেকে পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শিক্ষানগর হলদিয়া। হলদিয়া হাজরা মোড় নটরাজ ডান্স অ্যান্ড কালচারাল একাডেমি প্রেক্ষাগৃহে। শিল্পী হিসেবে উপস্থিত থাকবেন কন্ঠে মেঘনা রায়, রূপক মিদ্যা,
বাঁশী তে-অপূর্ব মুনি , সমবেত ওড়িষি নিত্য-
তিশা,সাথী, ঐশিতা , ইশিতা, পৌলমী,শোভনা,
সমবেত কথক নিত্য-রেশমি, পায়েল, মৌমিতা । নৃত্য পরিচালনায়- শ্রীমতি ছন্দা জানা।
তবলা ও শ্রীখোল দৈত্যবাদন- নন্দ দুলাল দাস ও সন্দীপ মাইতি। তবলা সংগতে- ঋণ চিন্মীয় মিদ্যা, প্রদীপ বাগ,ও প্রত্যুষ বাগ। হারমোনিয়ামে- শ্যামল শোভন চক্রবর্তী ও রাজিব সামন্ত,সৌম্যশীষ সামন্ত। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন মধূপ রায় । হলদিয়া হাজরা মোড় নটরাজ ডান্স অ্যান্ড কালচারাল একাডেমী শাস্ত্রীয় সন্ধ্যায় আহ্বান জানালেন নটরাজ ডান্স একাডেমির কর্ণধার শ্রীমতি ছন্দা জানা।
No comments