রসগোল্লায় ভিতরে পাওয়া গেল মরা শামুকের খোলরসগোল্লায় মিলল মরা শামুকের খোল। ঘটনাটি ঘটেছে মহিষাদলের রথতলা শহীদ বেদি সংলগ্ন একটি মিষ্টির দোকানে। এক সেনা জওয়ান বাড়িতে মিষ্টি কিনে আনার পর এই অভিযোগ করেন। এই ঘটনার পর এলাকায় চাঞ্চল্য তৈ…
রসগোল্লায় ভিতরে পাওয়া গেল মরা শামুকের খোল
রসগোল্লায় মিলল মরা শামুকের খোল। ঘটনাটি ঘটেছে মহিষাদলের রথতলা শহীদ বেদি সংলগ্ন একটি মিষ্টির দোকানে। এক সেনা জওয়ান বাড়িতে মিষ্টি কিনে আনার পর এই অভিযোগ করেন। এই ঘটনার পর এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। শুক্রবার সন্ধ্যে নাগাদ ওই সেনা জওয়ান ও তাঁর স্ত্রী দোকান থেকে রসগোল্লা কিনে আনেন। জওয়ানের স্ত্রীর অভিযোগ, ছেলেকে মিষ্টি খেতে দিয়েছিলেন। সেই সময় রসগোল্লায় কামড় দিতে গিয়ে কোনও ধারালো জিনিসে তাঁর ছেলের জিভ কেটে যায়। এরপর বিষয়টি খতিয়ে দেখতে গিয়ে তাঁদের নজরে আসে, রসগোল্লার ভিতরে শামুকের খোলা। ওই সেনা জওয়ান বলেন, দোকানদারকে এই অভিযোগ জানানোর পর তাঁরা প্রথমে বিষয়টি অস্বীকার করেন। পরে চাপে পড়ে স্বীকার করে নেন। এই নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
No comments