Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

১২২ তম হলদিয়াতে পালিত হলো হলদিয়ার রূপকার তমলুক লোকসভা প্রথম সাংসদ প্রয়াত সতীশ চন্দ্র সামন্তের জন্ম দিবস

১২২ তম হলদিয়াতে পালিত হলো হলদিয়ার রূপকার তমলুক লোকসভা প্রথম সাংসদ প্রয়াত সতীশ চন্দ্র সামন্তের জন্ম দিবস 
 হলদিয়ার রূপকার তথা তমলুক লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ প্রয়াত সতীশ চন্দ্র সামন্ত মহাশয় এর ১২২ তম জন্ম জয়ন্তী ও উদযাপন …

 



১২২ তম হলদিয়াতে পালিত হলো হলদিয়ার রূপকার তমলুক লোকসভা প্রথম সাংসদ প্রয়াত সতীশ চন্দ্র সামন্তের জন্ম দিবস 


 হলদিয়ার রূপকার তথা তমলুক লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ প্রয়াত সতীশ চন্দ্র সামন্ত মহাশয় এর ১২২ তম জন্ম জয়ন্তী ও উদযাপন হল  হলদিয়ার হাতিবেড়িয়া   সতীশ সামন্ত উদ্যানে।


হলদিয়া পৌরসভা ও সতীশ সামন্ত স্মারক কমিটির উদ্যোগে পালিত হলো সতীশ চন্দ্র সামন্তে জন্ম দিবস।

বিজ্ঞাপন


 উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মৎস্যমন্ত্রী অখিল গিরি, রাজ্যে জলসেচ দপ্তরের মন্ত্রী ডক্টর সৌমেন কুমার মহাপাত্র উপস্থিত ছিলেন হলদিয়া রিফাইনারি এক্সিকিউটিভ অফিসার পার্থ ঘোষ, হলদিয়া মিৎসুবিশি অফিসার চরণ মিশ্র, হলদিয়া উন্নয়ন পর্ষদ এর সিইও পি হরিসংকর, হলদিয়া মহকুমার শাসক লক্ষণ পেরুমল আর।হলদিয়া পৌরসভার চেয়ারম্যান সুধাংশু মন্ডল চেয়ারম্যান ইন কাউন্সিলর আজিজুল রহমান , আজগর আলি (পল্টূ) স্বপন নস্কর ,জয়ন্তি দণ্ডপাট, বিকাশ জানা, গোপাল চন্দ্র দাস, পৌরসভার ভাইস চেয়ারম্যান নারায়ণ চন্দ্র প্রামাণিক, এ ছাড়া হলদিয়া পৌরসভার বিভিন্ন পৌর পরিষদ ও পৌর আধিকারিক গন। উপস্থিত ছিলেন হলদিয়া সতীশ সামন্ত স্মারক কমিটির সম্পাদক শ্রীধর চন্দ্র দোলুই প্রমূখ। হলদিয়া- পৌর এলাকার ২৯ টি ওয়ার্ডের দুঃস্থ মানুষদের হাতে শীতের কম্বল তুলে দেন। পৌর এলাকার বেশ কয়েকজনের হাতে ট্রাইসাইকেল মন্ত্রী অখিল গিরিএবং সৌমেন কুমার মহাপাত্র তুলে দিলেন। সভায় সভাপতিত্ব করেন হলদিয়া পুরসভার চেয়ারম্যান সুধাংশু শেখর মন্ডল।

No comments