Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

দুষ্কৃতীদের তাণ্ডবে ইন্ডিয়ান অয়েল- এর কর্মীর গাড়ি ভাঙচুর আহত অনুপম হাজরা

দুষ্কৃতীদের তাণ্ডবে ইন্ডিয়ান অয়েল- এর কর্মীর  গাড়ি ভাঙচুর আহত অনুপম হাজরা
 হলদিয়া ইন্ডিয়ান অয়েল এর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার অনুপম হাজরা দুষ্কৃতীদের মারে হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি ঘটেছে মহিষাদল থানার ঝাউপাতরা ছোট ব…

 



দুষ্কৃতীদের তাণ্ডবে ইন্ডিয়ান অয়েল- এর কর্মীর  গাড়ি ভাঙচুর আহত অনুপম হাজরা


 হলদিয়া ইন্ডিয়ান অয়েল এর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার অনুপম হাজরা দুষ্কৃতীদের মারে হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি ঘটেছে মহিষাদল থানার ঝাউপাতরা ছোট বাঁধ গ্রিল  দোকানের কাছে। হলদিয়া ইন্ডিয়ান অয়েল এর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার অনুপম হাজরার শশুর দীপক পট্টনায়ক কয়েকদিন ধরে অসুস্থ অবস্থায় বাড়িতে রয়েছেন। শশুরকে দেখার জন্য তিনি কাপাস এড়্যা হাইরোড হয়ে মহিষাদল- এ আসছিলেন।  ঝাউপাতৱা ছোট বাঁধে তিন যুবক  ও একটি লরি ওয়ালা গাড়ি দাঁড় করিয়ে গাজা ও মদ খাচ্ছিলেন। সেই সময় অনুপম হাজরা আসছিলেন মহিষাদলের দিকে তার নিজের  গাড়ি চালিয়ে।  দেখতে পান তিন জন যুবক রাস্তার উপর তাদের মোটর বাইকে চেপে টলমল খাচ্ছে এবং অবশেষে রোডের উপর পড়ে যায়। রোডের উপরে  উঠে তারা দাঁড়িয়ে থাকা অনুপম হাজরার গাড়ির কাচ ভাঙচুর করে এবং গাড়ির ভেতর থেকে অনুপম বাবুকে জোর  করে গাড়ি থেকে নামিয়ে বেধড়ক মারধর করে।  স্থানীয় লোকজনে রা ইন্ডিয়ান অয়েল এর আধিকারিককে বাসুলিয়া গ্রামীণ হাসপাতালে  চিকিৎসার জন্য নিয়ে যান। বাসুলিয়া গ্রামীণ হাসপাতাল থেকে অনুপম হাজরা কে ট্রান্সফার করে তমলুক জেলা হাসপাতালে। সেখান থেকে তিনি ইন্ডিয়ান অয়েল এর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় ।  খবর পেয়ে মহিষাদল থানার পুলিশ প্রশাসন ঘটনাস্থলে যান। এবং দুজন দুষ্কৃতীকে আটক করে মহিষাদল থানায় ধরে আনে। পুলিশ প্রশাসন সূত্রে এ খবর জানা যায়। দুষ্কৃতীদের মারধরের ঘটনার তথ্য লিখিতভাবে মহিষাদল থানায় অনুপম বাবু দিয়েছেন। এবং তার ক্ষতিগ্রস্ত গাড়িটি মহিষাদল থানা নিয়ে গেছেন। এই ঘটনায় হলদিয়া রিফাইনারি  সহকারি কর্মী নরেন্দ্রনাথ পাল দুঃখ প্রকাশ করেছেন এবং নিন্দনীয় ঘটনা বলে আখ্যা দিয়েছেন। হলদিয়ার সমাজসেবী (উইকেয়ার) সুস্মিতা মান্না এই ঘটনার নিন্দা প্রকাশ করেছেন। শিল্পশহর হলদিয়া বন্দরের কর্মী হলদিয়া টাউনশিপ আবাসিকে থাকেন প্রদীপ কুমার বিজলী তিনি এই ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করলেন। 

No comments