Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

অঙ্গনওয়াড়ি কর্মীদের জেলাশাসক দপ্তর অভিযান

অঙ্গনওয়াড়ি কর্মীদের জেলাশাসক দপ্তর অভিযান
অবিলম্বে অঙ্গনওয়াড়ি কেন্দ্র গুলি চালু করে রান্না করা গরম খাবার সরবরাহের দাবিতে আজ পূর্ব মেদিনীপুর জেলা শাসক এবং ডি পি এর নিকট ডেপুটেশন দিল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স এন্ড হেল্পার ইউনিয়ন…

 




অঙ্গনওয়াড়ি কর্মীদের জেলাশাসক দপ্তর অভিযান


অবিলম্বে অঙ্গনওয়াড়ি কেন্দ্র গুলি চালু করে রান্না করা গরম খাবার সরবরাহের দাবিতে আজ পূর্ব মেদিনীপুর জেলা শাসক এবং ডি পি এর নিকট ডেপুটেশন দিল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স এন্ড হেল্পার ইউনিয়ন।  নিমতৌড়ি হাইরোড থেকে মিছিল করে তারা জেলাশাসক দপ্তরের সামনে সমাবেশ করেন। বক্তব্য রাখেন সভানেত্রী লীলা সি, যুগ্ম সম্পাদিকা  সুতপা দোলাই, আরতি সিংহ প্রমূখ।উপস্থিত ছিলেন এ আই টি ইউ সির জেলা সম্পাদক মধুসূদন বেরা, সভাপতি সমরেন্দ্রনাথ মাঝি, জ্ঞাণানন্দ রায় প্রমূখ।প্রসঙ্গত দীর্ঘ লকডাউন এর পরিস্থিতির ফলে সারা দেশের সাথে এ রাজ্যে প্রায়  ৬০০০০ অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধ। স্বভাবতই অঙ্গনওয়াড়ি কেন্দ্র গুলিতে মা ও শিশুদের পুষ্টি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য যে রান্না করা গরম খাবার দেওয়া হত অঙ্গন ওয়াড়ি কেন্দ্রের মাধ্যমে তা বন্ধ হয়ে আছে।  স্বাভাবিক কারণে অপুষ্টির হার বৃদ্ধি পাচ্ছে যা অত্যন্ত উদ্বেগজনক। এই পরিস্থিতির দ্রুত পরিবর্তনের দাবি জানিয়েই আজ এ আই ইউ টি ইউ সি অনুমোদিত ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এন্ড হেল্পার ইউনিয়নের পক্ষ থেকে পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক ও ডি পি ও' র নিকট ডেপুটেশনের কর্মসূচি গ্রহণ করা হয়। এই ডেপুটেশনে পাঁচ শতাধিক অঙ্গন ওয়াড়ি কর্মী ও উপভোক্তা অংশগ্রহণ করে।

যুগ্ম সম্পাদিকা সুতপা দোলাই বলেন যে অবিলম্বে সেন্টার গুলি চালু করে রান্না করা খাবার সরবরাহ না করলে অদূর ভবিষ্যতে অপুষ্টির হার ব্যাপকভাবে বাড়বে তার পরিণতিতে শিশুমৃত্যু মাতৃমৃত্যুর মত ঘটনা ঘটতে থাকবে এছাড়াও সুস্থ ভবিষ্যৎ নাগরিক গড়ে তোলার পথে বাধা হয়ে দাঁড়াবে তাই আমরা মনে করি অবিলম্বে রান্না করা খাবার সরবরাহ করতে হবে

No comments