ডঃ লক্ষণ চন্দ্র শেঠ এর মহতি জনকল্যাণমূলক উদ্যোগে সুতাহাটা চালু হচ্ছে দরিদ্র সেবা কেন্দ্র
অসহায় সম্বলহীন মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করলেন প্রাক্তন বামপন্থী আন্দোলনের নেতৃত্ব প্রাক্তন বিধায়ক ও সাংসদ। হলদিয়া ইনস্টিটিউট অফ ট…
ডঃ লক্ষণ চন্দ্র শেঠ এর মহতি জনকল্যাণমূলক উদ্যোগে সুতাহাটা চালু হচ্ছে দরিদ্র সেবা কেন্দ্র
অসহায় সম্বলহীন মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করলেন প্রাক্তন বামপন্থী আন্দোলনের নেতৃত্ব প্রাক্তন বিধায়ক ও সাংসদ। হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি কর্ণধার ডঃ লক্ষ্মণ চন্দ্র শেঠ ।
বিজ্ঞাপন
হলদিয়া সুতাহাটা বিএড কলেজ ক্যান্টিন থেকে প্রত্যেক দিন শতাধিক অসহায় মানুষের রান্না-খাওয়া তুলে দেবেন। আগামী 2 জানুয়ারি ২০২২ বেলা ১২টার শুভ উদ্বোধন। এই সভায় উপস্থিত থাকবেন হলদিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির চেয়ারম্যান প্রাক্তন সাংসদ ডঃ লক্ষ্মণ শেঠ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। সুতাহাটা প্রয়াসের অন্যতম কর্ণধার সুবিমল দাস জানালেন প্রয়াস সকল সদস্য এবং এই এলাকার শুভানুধ্যায়ীদের সঙ্গে নিয়ে ডঃ লক্ষ্মণ শেঠের এই উদ্যোগকে আমরা কার্যকরী করার লক্ষ্য নিয়েছি। আগামী 2 জানুয়ারি থেকে শুরু হচ্ছে সুতাহাটা এলাকায় প্রায় একশত মানুষকে প্রতিদিন রান্না খাওয়া পৌঁছে দেওয়ার উদ্যোগ। সপ্তাহে একদিন মাংস একদিন মাছ এক দিন নিরামিষ আর বাকি দিনগুলি ডিম সবজি ভাত দেওয়া হবে। প্রত্যেকদিন রান্না খাবার নিয়ে যাওয়ার জন্য একটি টিফিন বক্স সংস্থার পক্ষ থেকে তুলে দেওয়া হবে। যে সকল অসহায় মানুষ আসতে পারবেন না তাদের পরিবারের যে কোনো একজনের সে এখান থেকে রান্না খাবার নিয়ে যাবেন। প্রথম দিন ৩০ জনকে দিয়ে এই মহতী উদ্যোগের সূচনা করা হবে।
No comments