Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে লক্ষ্যা শিল্পকথা নাট্য সংস্থা নিবেদন সম্প্রীতির "চেতনা"

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে লক্ষ্যা শিল্পকথা নাট্য সংস্থা নিবেদন সম্প্রীতির  "চেতনা"


সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে লক্ষ্যা শিল্পকথা নাট্য সংস্থা নিবেদন সম্প্রীতির  "চেতনা"

 মানবতা মানুষের  মেলবন্ধন…

 



সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে লক্ষ্যা শিল্পকথা নাট্য সংস্থা নিবেদন সম্প্রীতির  "চেতনা"




সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে লক্ষ্যা শিল্পকথা নাট্য সংস্থা নিবেদন সম্প্রীতির  "চেতনা"



 মানবতা মানুষের  মেলবন্ধনের ভিত্তি । ধর্ম,বর্ণ,জাতপাতের বেড়াজাল ছিঁড়ে সত্যিকারের সম্প্রীতি টিকিয়ে রাখে । মহিষাদলের লক্ষ‍্যা শিল্পকথা নাট‍্য সংস্থা প্রযোজিত পূর্ণাঙ্গ  নাটক "চেতনা" সেই বার্তা তুলে ধরলেন । পূর্ব মেদিনীপুর জেলার অন্তর্গত 


 মহিষাদলের লক্ষ‍্যা হাইস্কুল অডিটোরিয়াম হলে নাট্যমঞ্চে চেতনা নাটকে উঠে এল সেই বাস্তব চিত্র । এই নাটকে ৮ জন ছাত্র-ছাত্রী সহ মোট ১২ জন অভিনেতা অভিনয় করেছেন । নাট‍কটি রচনা ও নির্দেশনা করেছেন শিক্ষক উত্তম দাস । তিনি জানান বর্তমান পরিস্থিতিতে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মানুষের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রতি ও শান্তি বার্তা ছড়াতে এই নাটক প্রস্তুত করা হয়েছে ।


অতিমারি কোভিড কাটিয়ে ধীরে ধীরে মানুষ স্বাভাবিক জীবনে ফিরে আসছে ।

তারই মধ্যে এই নাটক মঞ্চস্থ হল এলাকায় বেশ ভালো সাড়া পাওয়া গিয়েছে ।
বিজ্ঞাপন


 চেতনা নাটকের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাগ্যধর দাস লক্ষ্যা হাই স্কুলের প্রাক্তন শিক্ষক, নাট্যব্যক্তিত্ব শশাঙ্ক শেখর মাঝি, শুভেন্দু ভৃঞ্যা, শিক্ষক পরিমল সামন্ত সুভাষ জানা স্কুলের প্রধান শিক্ষক দেবাশীষ পাহাড়ি। 
বিজ্ঞাপন


হলদিয়া বন্দর পত্রিকার সম্পাদক দুর্গাপদ মিশ্র। মঞ্চে সকলেই বর্তমান সমাজের  পটভূমিকায় শিল্পকথা নাটক "চেতনা" আগামী দিনে সাম্প্রদায়িক সম্প্রীতি বাতাবরণ ঘটবে বলে জানালেন। কোভিড বিধি মেনে দর্শক ছিল কানায় কানায় পরিপূর্ণ।

No comments