Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

এই প্রথম ডর্নিয়ার প্লেন নিয়ে হলদিয়া শহরে মহড়া দিল এনএসজি কমান্ডোরা

এই প্রথম ডর্নিয়ার প্লেন নিয়ে হলদিয়া শহরে মহড়া দিল এনএসজি কমান্ডোরা
 এই প্রথম ডর্নিয়ার প্লেন নিয়ে হলদিয়া শহরে মহড়া দিল এনএসজি কমান্ডোরা। রাজ্যের ১৫৮কিলোমিটার উপকূল এলাকায় নিরাপত্তার জন্য বুধ ও বৃহস্পতিবার দু’দিন ধরে ‘সাগর কবচ’ ন…

 



এই প্রথম ডর্নিয়ার প্লেন নিয়ে হলদিয়া শহরে মহড়া দিল এনএসজি কমান্ডোরা


 এই প্রথম ডর্নিয়ার প্লেন নিয়ে হলদিয়া শহরে মহড়া দিল এনএসজি কমান্ডোরা। রাজ্যের ১৫৮কিলোমিটার উপকূল এলাকায় নিরাপত্তার জন্য বুধ ও বৃহস্পতিবার দু’দিন ধরে ‘সাগর কবচ’ নামে নিরাপত্তা মহড়া চালায় হলদিয়া কোস্টগার্ড। ডর্নিয়ার প্লেন, নজরদারি জাহাজ, হোভারক্র্যাফ্ট নিয়ে হলদি ও হুগলি নদীর মোহনা, সাগরদ্বীপ, দীঘা সুন্দরবন সহ বঙ্গোপোসাগর জুড়ে মহড়া চালান কোস্টগার্ডের জওয়ানরা। 

বিজ্ঞাপন


কোস্টগার্ডের উত্তরপূর্ব অঞ্চলের কমান্ডার এবং কোস্টাল সিকিউরিটির ডিজিপির যৌথ উদ্যোগে এই মহড়া চলে। মহড়ায় যোগ দেয় রাজ্যের সাতটি এবং কেন্দ্রের ১১টি দপ্তর ও কোস্টাল শিল্পসংস্থাগুলি। উপকূলে জঙ্গী হানা, চোরাচালান, মৎস্যজীবীদের বোট ছিনতাই, জাহাজ হাইজ্যাকিং কিংবা কোনও ধরনের এক্সপ্লোসিভ অ্যাটাক মোকাবিলা করার জন্য মহড়া দেন কোস্টগার্ডের জওয়ানরা।

বিজ্ঞাপন


 কোস্টগার্ডের সঙ্গে এনএসজি কমান্ডো সহ সিআইএসএফ কমান্ডোরাও মহড়া দেন। হলদিয়া কোস্টগার্ডেরআধিকারিক দীপক সিং বলেন, এই প্রথম কোস্টগার্ডের এত বড়মাপের মহড়া হল হলদিয়া সহ উপকূল এলাকায়। 

বিজ্ঞাপন


উপকূলের নিরাপত্তায় থাকা কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সংস্থাগুলির সঙ্গে সমন্বয়সাধনের জন্যই মহড়া হল।

No comments