Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বিষাক্ত মদেৱ বিরুদ্ধে পাপেট শোএবং জাদু দেখিয়ে সচেতনতা

বিষাক্ত মদেৱ বিরুদ্ধে পাপেট শোএবং জাদু দেখিয়ে সচেতনতা সংবাদদাতা তপন জানা : ইং ১৬ ডিসেম্বর ২০২১ বৃহস্পতিবার, পূর্ব মেদিনীপুর জেলার জেলা শাসকের নির্দেশে --জেলা আবগারি দফতরের উদ্যোগে আজ  সকাল দশটায় মহিষাদল ব্লকের  নাটশাল 2 নং  গ্র…

 


বিষাক্ত মদেৱ বিরুদ্ধে পাপেট শোএবং জাদু দেখিয়ে সচেতনতা

 সংবাদদাতা তপন জানা : ইং ১৬ ডিসেম্বর ২০২১ বৃহস্পতিবার, পূর্ব মেদিনীপুর জেলার জেলা শাসকের নির্দেশে --জেলা আবগারি দফতরের উদ্যোগে আজ  সকাল দশটায় মহিষাদল ব্লকের  নাটশাল 2 নং  গ্রাম পঞ্চায়েতের অন্তর্ভুক্ত দক্ষিণ-পূর্ব শ্রীরামপুর গ্রামের জানা পল্লীতে পাপেট শো এবং জাদুর মাধ্যমে  বিষাক্ত চোলাই মদ ও জাল মদ খাওয়ার বিপদ সম্পর্কে সচেতন করা হয় আমজনতাকে। সাথে সাথে মাইক দিয়ে প্রচার করা হয় এলাকার জনগণের উদ্দেশ্যে যে, রাজ্যে বিষাক্ত চোলাই ও জাল মদ পান করে ব্যাপক মানুষের অকাল মৃত্যু ঘটেছে। এর ফলে অসুস্থতা ,অঙ্গহানি, পঙ্গুত্বও মৃত্যু পর্যন্ত হতে পারে। এই সচেতনতা মূলক অভিযানে  মহিষাদল ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক যোগেশ চন্দ্র মন্ডল উপস্থিত হন এলাকাবাসীর কাছে। শ্রীকান্ত জানা, শ্রীমন্ত জানা ও অমূল্য জানা এদের 3 জনের মদ তৈরীর ভাটি বাড়িতে রয়েছে। এরা সরকারের সমস্ত কিছু সুযোগ-সুবিধা পেয়েছেন । তা সত্ত্বেও এরা এই চোলাই মদ তৈরি কারবারে যুক্ত রয়েছেন। বিডিও যোগেশ চন্দ্র মন্ডল বলেন ,আপনারা যদি এই কাজ থেকে সরে না দাঁড়ান ।তাহলে সরকারের সমস্ত কিছু সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হবেন আপনারা। আপনাদের বাড়িতে বৃদ্ধ বাবা - মা বার্ধক্য ভাতা পাচ্ছেন, সবুজ সাথী সাইকেল পেয়েছেন, লক্ষী ভান্ডার এর টাকা পাচ্ছেন, বাংলার আবাস যোজনা বাড়ি পেয়েছেন, বিনা পয়সায় রেশনের চাল গম পাচ্ছেন ,কলারশিপ এর টাকা ও পড়াশোনার সমস্ত সুযোগ সুবিধা পেয়েছেন। এরপরেও যদি আপনারা বিষাক্তচোলাই মদের কারবার থেকে সৱে না দাঁড়ান। তাহলে প্রশাসনকে বাধ্য করছেন আপনারা ,আপনাদের সুযোগ সুবিধা বন্ধ করে দেবার জন্য। আজকের এই সচেতনতামূলক অভিযান মহিষাদল ব্লক এর তিনটি জায়গাতে অনুষ্ঠিত হয়। দক্ষিণ-পূর্ব শ্রীরামপুর, অমৃত বেড়িয়া মিনা মার্কেট ও হোড়খালি বানেশ্বর পার্বতী পতিত পাবন উচ্চ বিদ্যালয় স্কুল প্রাঙ্গনে। বলে জানিয়েছেন হলদিয়া এবং মহিষাদল আবগারি দপ্তর এর অফিসার ইনচার্জ সুদীপ কুমার দাস এবং পৃথ্বীরাজ ৰোস । এই অভিযানে উপস্থিত ছিলেন ডেপুটি এক্সাইজ কালেক্টর সুদীপ্ত মুখোপাধ্যায় এবং মহিষাদল থানার একদল পুলিশ বাহিনী।

No comments