Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পঞ্চায়েত ভোটকে পাখির চোখ করে ঘর গোছাতে মরিয়া রাজ্যের শাসকদল

পঞ্চায়েত ভোটকে পাখির চোখ করে ঘর গোছাতে মরিয়া রাজ্যের শাসকদলপ্রদীপ কুমার মাইতি,পূর্ব মেদিনীপুর ঃ পটাশপুর ঃ  ২০২৩ সালের পঞ্চায়েত ভোটকে পাখির চোখ করে ঘর গোছাতে মরিয়া রাজ্যের শাসকদল। ইতিমধ্যেই সংগঠনকে ঢেলে সাজাচ্ছে তৃণমূল। তাই এখন থে…

 



পঞ্চায়েত ভোটকে পাখির চোখ করে ঘর গোছাতে মরিয়া রাজ্যের শাসকদল

প্রদীপ কুমার মাইতি,পূর্ব মেদিনীপুর ঃ পটাশপুর ঃ  ২০২৩ সালের পঞ্চায়েত ভোটকে পাখির চোখ করে ঘর গোছাতে মরিয়া রাজ্যের শাসকদল। ইতিমধ্যেই সংগঠনকে ঢেলে সাজাচ্ছে তৃণমূল। তাই এখন থেকেই সাংগঠনিকভাবে জোরকদমে শক্তিবৃদ্ধি করতে এগোচ্ছে শাসকদল তথা তৃণমূল। গেরুয়া শিবিরকে একইঞ্চিও জমি ছাড়তে নারাজ তৃণমূল। তাই এখন থেকেই পঞ্চায়েত ভোটকে লক্ষ্য রেখেই বুথস্তরে  কমিটি করে সংগঠনকে আরও মজবুত করে ঐক্যবদ্ধভাবে লড়বে তৃণমূল। শনিবার পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর-১ ব্লকের বড়হাট অঞ্চলের দুলালপুর ও সাদতপুর বুথ তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত হয় রাজনৈতিক কর্মী সম্মেলন। এ দিন স্থানীয়  প্রাথমিক স্কুল প্রাঙ্গণে স্থানীয় বুথের নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে কর্মী সম্মেলন আয়োজিত হয়। সভায় কয়েকশো  তৃণমূল কর্মী-সমর্থকেরা হাজির ছিলেন। পটাশপুরের বিধায়ক উত্তম বারিক  জানান, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বস্তরের মানুষের কাছে উন্নয়ন পৌঁছে দিয়েছে। তাই আপনাদেরকেও সরকারি দলের কথা মাথায় ভেবে সাংগঠনিক ক্ষমতাকে বিস্তার লাভ করতে হবে। সাধারণ মানুষের সঙ্গে সম্পর্ক নিবিড় রাখতে হবে। দল যেন সাংগঠনিক পরিকাঠামোর মধ্যে আবদ্ধ থাকে। পঞ্চায়েতে বিরোধী শূন্য করে রাজনীতি করা একেবারেই যাবে না। যাঁরা দলে আসবেন তাঁদের সঠিক পদ্ধতি অবলম্বন করে দলে ফিরিয়ে নেওয়া হবে। এ দিনের কর্মী সম্মেলনে বেশ কয়েকজন বিরোধী দল থেকে শাসকদল তৃণমূলে যোগদান করেন। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন বিধায়ক উত্তম বারিক।   উপস্থিত ছিলেন পটাশপুর-১ পঞ্চায়েত সমিতির সভাপতি নমিতা বেরা, পটাশপুর-১  ব্লক তৃণমূলের সভাপতি পিজুসকান্তি পন্ডা, সহ-সভাপতি বিনয় পট্টনায়ক, বড়হাট গ্রাম পঞ্চায়েত প্রধান দীপক কুমার মহাপাত্র, উপ-প্রধান অসিত বরণ গায়েন, জেলা পরিষদের সদস্য পটল আদক, দলের অঞ্চল যুব তৃণমূল সভাপতি রঘুনাথ হুতাইত, অনুশ্রী মাইতি ও কাকলি মন্ডল প্রমুখ।

No comments