Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

খেজুরীর ৪৪৫বছরের রাজবাড়ী পরিদর্শনে মামুদ হোসেন

খেজুরীর ৪৪৫বছরের রাজবাড়ী পরিদর্শনে মামুদ হোসেনপ্রদীপ কুমার মাইতি, পূর্ব মেদিনীপুর জেলার খেজুরী-১ ব্লকের কৃষ্ণনগর রাজবাড়ীর ভগ্নদশা পরিদর্শন করেন প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন, জেলা পরিষদ সদস্য বিমান নায়ক,পঞ্চায়েত সমিতির সভ…

 




খেজুরীর ৪৪৫বছরের রাজবাড়ী পরিদর্শনে মামুদ হোসেন

প্রদীপ কুমার মাইতি, পূর্ব মেদিনীপুর জেলার খেজুরী-১ ব্লকের কৃষ্ণনগর রাজবাড়ীর ভগ্নদশা পরিদর্শন করেন প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন, জেলা পরিষদ সদস্য বিমান নায়ক,পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রাবণী মাইতি, পঞ্চায়েত সদস্যা মীরা চক্রবর্তী প্রমুখ জনপ্রতিনিধি বৃন্দ।হেঁড়িয়া গ্রামপঞ্চায়েত এলাকায় কৃষ্ণনগর রাজবাড়ী প্রায় ৪৪৫ বছরের পুরানো। ষোড়শ শতকে সুলতান শাহ্ আলমের বদান্যতায় ৪৪০ একর জায়গার উপর রাজা কৃষ্ণধন পন্ডা কৃষ্ণনগর রাজবাড়ীর পত্তন করেন।রাজবাড়ীর চারিদিকে সুরক্ষার জন্য খনন করা পারিখা সংষ্কারের অভাবে মজে যেতে বসেছে।রাজপরিবারের গৃহদেবতা গোপাল জিউর মন্দির ভগ্নদশা প্রাপ্ত। ঐতিহ্যবাহী রথ  নড়বড়ে হয়ে পড়েছে। ৪৪০ একর জায়গার মধ্যে কৃষ্ণনগর রাজবাড়ী ট্রাস্ট কমিটির দখলে প্রায় ২২ একর জায়গা এখনো রয়েছে। একজন কেয়ারটেকার আর্থিক কষ্টের মধ্যে রাজবাড়ী  আগলে যাচ্ছেন। সাম্প্রদায়িক সম্প্রীতি ও পুরানো ঐতিহ্যের প্রতীক কৃষ্ণনগর রাজবাড়ী রক্ষণাবেক্ষণের অভাবে পোড়োবাড়িতে রূপান্তরিত হয়েছে। অথচ এই রাজবাড়ী সংষ্কার সাধন করতে পারলে প্রাচীন ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি পর্যটনকেন্দ্র হিসাবে গড়ে তুলতে পারলে এলাকা অর্থনৈতিক উন্নয়ন করা যাবে। কৃষ্ণনগর রাজবাড়ীকে হেরিটেজ হিসাবে স্বীকৃতি ও এলাকা কে পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলার লক্ষে প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের জন্য মৎস্য মন্ত্রী অখিল গিরি, হেরিটেজ কতৃপক্ষ,জেলা পরিষদ ও জেলা শাসককে আবেদন জানিয়েছেন প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন।

No comments