Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়া জাতীয় সেমিনারে শিক্ষা নীতির উপর আলোচনা

হলদিয়া জাতীয় সেমিনারে শিক্ষা নীতির উপর আলোচনা


গ্লোবাল ইনস্টিটিউট অফ সাইন্স এন্ড টেকনোলজি ও হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজির যৌথ উদ্যোগে এস এন বোস অডিটোরিয়াম হলে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 নিয়ে বর্ণাঢ্য সেমিনার অনুষ্ঠান সমাপ্ত…

 হলদিয়া জাতীয় সেমিনারে শিক্ষা নীতির উপর আলোচনা




গ্লোবাল ইনস্টিটিউট অফ সাইন্স এন্ড টেকনোলজি ও হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজির যৌথ উদ্যোগে এস এন বোস অডিটোরিয়াম হলে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 নিয়ে বর্ণাঢ্য সেমিনার অনুষ্ঠান সমাপ্ত হল। উক্ত সেমিনারে  উপস্থিত ছিলেন প্রাক্তনসাংসদ,আইকেয়ার চেয়ারম্যান মাননীয় ডক্টর লক্ষণ চন্দ্র শেঠ মহাশয়। চিফ গেস্ট হিসেবে ছিলেন এনবিএ (NATIONAL BOARD OF ACCREDITATION) চেয়ারম্যান ডক্টর কে. কে.আগরওয়াল। বিশেষ শিক্ষাবিদ ডক্টর সরোজ আগরওয়াল।  মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজির ভাইস চ্যান্সেলর ডক্টর সৈকত মৈত্র।প্রফেসর আগরওয়ােলর বক্তব্য শুনে আমরা আপ্লুত। জাতীয় শিক্ষানীতি 2020 কি?সুবিধা কি? অসুবিধা কি? বর্তমান পরিস্থিতির সঙ্গে কতটা মানিয়ে নেওয়া সম্ভব তা বিস্তারিত আলোচনা করেন।ডক্টর লক্ষণ চন্দ শেঠ মহাশয় জাতীয় শিক্ষা নীতির পক্ষে ও বিপক্ষে আলোচনা করেন।ভবিষ্যৎ প্রজন্মেএই নীতি কতটা বাস্তবায়িত তাও আলোচনা করেন। ডক্টর সৈকত মৈত্র জাতীয় শিক্ষানীতি 2020 জেনারেল ও ইঞ্জিনিয়ারিং কলেজে কিভাবে প্রভাবিত হবে এবং এই নীতির ভবিষ্যৎ কী তা আলোচনা করেন। রেজিস্টার সুবিমল দাস বললেন।

ভবিষ্যতে আমরা এগিয়ে যাওয়ার পথে উনাদের মূল্যবান বক্তব্য পাথেয় করে রাখবো। সেমিনারের সমাপ্তি ভাষণ দেন হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি প্রিন্সিপ্লেল ইন চার্জ ডক্টর এ.বি.মাইতি।

No comments