Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মহিষাদল লোকসংস্কৃতি মঞ্চ প্রাঙ্গণে পিঠেপুলি প্রতিযোগিতা

মহিষাদল লোকসংস্কৃতি মঞ্চ প্রাঙ্গণে পিঠেপুলি প্রতিযোগিতা   বিগত বছরগুলি ন্যায় এ বছরও তাম্রলিপ্ত লোকসংস্কৃতি উন্নয়ন সমিতির সপ্তদশ বর্ষের প্রয়াস লোকসংস্কৃতিকে ফিরে দেখা  2021। ইং১৭ হইতে ২০ ডিসেম্বর সোমবার, চারদিনব্যাপী মহিষাদল  …

 



 মহিষাদল লোকসংস্কৃতি মঞ্চ প্রাঙ্গণে পিঠেপুলি প্রতিযোগিতা 

  বিগত বছরগুলি ন্যায় এ বছরও তাম্রলিপ্ত লোকসংস্কৃতি উন্নয়ন সমিতির সপ্তদশ বর্ষের প্রয়াস লোকসংস্কৃতিকে ফিরে দেখা  2021। ইং১৭ হইতে ২০ ডিসেম্বর সোমবার, চারদিনব্যাপী মহিষাদল   বাসুলিয়া গণমৈত্রী ময়দানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান চলছে। আজকে সমাপ্তি দিনের অনুষ্ঠান পিঠে পুলি প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় 170 জন প্রতিযোগীনিরা তাদের হাতে বানানো বিভিন্ন ধরনের পিঠে তৈরি করে নিয়ে হাজির হয়েছে গণমৈত্রী লোকসংস্কৃতি মঞ্চের প্রাঙ্গণে । মহিষাদলের বিধায়ক তিলক কুমার চক্রবর্তী এবং মহিষাদল পঞ্চায়েত সমিতির সভাপতি শিউলি দাস ও  মহিষাদলের বিশিষ্ট সমাজসেবী ছবি লাল মাইতি ঘুরেফিরে দেখেন, গ্রামের মহিলারা কিভাবে তাদের হাতে বানানো নানান ধরনের পিঠে তৈরি করে  প্রতিযোগিতার প্রাঙ্গণে হাজির হয়েছে । লোকসংস্কৃতি ফিরে দেখা 20 21 এর মঞ্চে বিধায়ক তিলক কুমার চক্রবর্তী পুরস্কার বিতরণ করতে গিয়ে বলেন , তার বিধায়কের তহবিল থেকে তিন লক্ষ টাকা তাম্রলিপ্ত লোকসংস্কৃতি উন্নয়ন সমিতির কর্তৃপক্ষকে একটি লাইব্রেরী করার জন্য দিবেন বলে ঘোষণা  করেন।

No comments