নন্দীগ্রাম এর কৃষি আধিকারিক হেনস্থার মামলায় জামিন বিজেপি নেতা মেঘনাদ পাল ২৬ নভেম্বর নন্দীগ্রাম হরিপুর এর কিষান মান্ডী তে কৃষি আধিকারিক এর ওপরে হামলার অভিযোগে পুলিশ বিজেপি নেতা মেঘনাদ পাল সহ ৬ বিজেপি নেতা কে অ্যারেস্ট করেন। এবং …
নন্দীগ্রাম এর কৃষি আধিকারিক হেনস্থার মামলায় জামিন বিজেপি নেতা মেঘনাদ পাল
২৬ নভেম্বর নন্দীগ্রাম হরিপুর এর কিষান মান্ডী তে কৃষি আধিকারিক এর ওপরে হামলার অভিযোগে পুলিশ বিজেপি নেতা মেঘনাদ পাল সহ ৬ বিজেপি নেতা কে অ্যারেস্ট করেন। এবং ৫ দিনের জেল হেফাজত এর পরে বৃহস্পতিবার মেঘনাদ পাল এবং আশীষ ভূইয়া কে হলদিয়া মহকুমা আদালতে পেশ করা হয় এবং কোর্ট এর নির্দেশ মতো অন্তর্বর্তী জামিন পান মেঘনাদ পাল। নন্দীগ্রাম এর বিজেপি নেতা ( তমলুক সাংগঠনিক জেলার সহ সভাপতি) প্রলয় পাল জানান এই জয় তাদের নৈতিক জয়।
No comments