ট্রেনের ধাক্কা প্রাইভেট গাড়িতে ট্রেন আটকে বিক্ষোভলাইন পারাপার করতে গিয়ে প্রহরী বিহীন ক্রসিংয়ে মেছেদা গামী লোকাল ট্রেন এর সাথে প্রাইভেট কার এর ধাক্কা। লাইন পারাপার করার সময় গাড়ির চাকা স্লিপ করে রেললাইন এ আটকে যায়।বিপদ বুঝতে পেরে…
ট্রেনের ধাক্কা প্রাইভেট গাড়িতে ট্রেন আটকে বিক্ষোভ
লাইন পারাপার করতে গিয়ে প্রহরী বিহীন ক্রসিংয়ে মেছেদা গামী লোকাল ট্রেন এর সাথে প্রাইভেট কার এর ধাক্কা। লাইন পারাপার করার সময় গাড়ির চাকা স্লিপ করে রেললাইন এ আটকে যায়।বিপদ বুঝতে পেরে গাড়ি থেকে ঝাঁপ মেরে রক্ষা চালকের। গাড়িটিকে প্রায় 500 মিটার টেনে নিয়ে গিয়ে দাঁড়ালো ট্রেনটি। তমলুক থানার নারায়নপুর এলাকার প্রতাপখালী খাল সংলগ্ন এলাকায় ঘটনা। ঘটনার পর ট্রেন দাঁড় করিয়ে এলাকার গেটের দাবিতে বিক্ষোভ এলাকাবাসীদের। ঘটনাস্থলে তমলুক থানার পুলিশ ও রেলপুলিশ। ঘটনায় কেউ আহত নেই।
এই ঘটবার পর থেকে এলাকায় ট্রেন দার করিয়ে চলছে এলাকাবাসীদের বিক্ষোভ। স্থানীয়রা গেটের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছে।
No comments