হলদি নদীর জল স্তর ধীরে ধীরে বাড়ছে; আতঙ্কিত হলদিয়ার বাসিন্দা? ভয় নেই পৌরসভার চেয়ারম্যান সুধাংশু শেখর মন্ডল জওয়াদ ক্রমশ নিম্নচাপে পরিণত হচ্ছে ,বাড়ছে বাতাসের গতিবেগ, দিনভোর ঝিরঝির বৃষ্টি। অমাবস্যার ভরা কোটালে নদী উত্তাল হওয়…
হলদি নদীর জল স্তর ধীরে ধীরে বাড়ছে; আতঙ্কিত হলদিয়ার বাসিন্দা? ভয় নেই পৌরসভার চেয়ারম্যান সুধাংশু শেখর মন্ডল
জওয়াদ ক্রমশ নিম্নচাপে পরিণত হচ্ছে ,বাড়ছে বাতাসের গতিবেগ, দিনভোর ঝিরঝির বৃষ্টি। অমাবস্যার ভরা কোটালে নদী উত্তাল হওয়ার এক প্রকার আশঙ্কা, খালি করা হচ্ছে হলদিয়ার উপকূলের ধারে বসবাসকারীদের। হলদিয়া উপকুল তট রক্ষা বাহিনী বোটে করে মাইকিং করছে। মৎসজীদের নৌকা নিয়ে নিরাপদ জায়গায় চলে যেতে সচেতন করছে হলদিয়া উপকুল তট রক্ষা বাহিনী মৎস্যজীবীদের উদ্ধার করতে নেমে পড়েছে ।ঘূর্ণিঝড় জওয়াদ এর ল্যান্ড ফল সুন্দরবন অঞ্চল দীঘা থেকে ৩০০ কিলোমিটার দূরে অবস্থান করছে।ঘূর্ণিঝড় জওয়াদ রুদ্র মূর্তির গতি হারিয়ে নিম্নচাপে পরিণত হয়েছে।ঘূর্ণিঝড় জওয়াদ এর প্রভাবে দুই মেদিনীপুর ও দুই ২৪ পরগনা ভারী বৃষ্টির সম্ভাবনা।হলদিয়া বন্দরে জেটিতে জাহাজগুলো বড় চেন দিয়ে শক্ত করে বাধা হচ্ছে।জাওয়াদের প্রভাবে হলদিয়া জুড়ে মধ্যরাত থেকে বৃষ্টিপাত শুরু হয়েছে। NDRF টিম গ্রামে গ্রামে গিয়ে সচেতনতা মূলক প্রচার চালাচ্ছে। ফ্লাট সেন্টার গুলোকে তৈরি রাখা হয়েছে। সকাল থেকেই মেঘলা আকাশে ঝিরিঝিরি বৃষ্টিপাত চলছে। জাওয়াদের কারনে পাড়ে কড়া নজরদারী । প্রস্তুত রয়েছে এনডিআরএফ এর দল। কারণ জলোচ্ছ্বাস ক্রমশ বাড়ছে, গার্ডওয়াল পেরিয়ে জনবসতি এলাকায় ঢুকতে পারে সমুদ্রের জল, এমনই আশঙ্কাবোধ করছে হলদিয়া প্রশাসন, তাই তাঁরা কড়া নজরদারির সাথে তৎপর রয়েছেন। হলদিয়া পৌরসভার উদ্যোগে প্রত্যেকটি নদী এলাকায় কন্ট্রোল রুম খোলা হয়েছে। কাউন্সিলরা সতর্ক রয়েছেন। চেয়ারম্যান নিজের নজরদারি করছেন। ভয়ে আতঙ্কিত হওয়ার দরকার নেই রয়েছেন প্রশাসন জানালেন হলদিয়া পৌরসভার চেয়ারম্যান সুধাংশু শেখর মন্ডল।
No comments