Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পূর্ব মেদিনীপুর বাংলা পক্ষের সংগঠনের তরফ থেকে আজ ভূমিপুত্র সংরক্ষণের দাবিতে হলদিয়া কোলাঘাট মোড়ে অবস্থান-বিক্ষোভ

পূর্ব মেদিনীপুর বাংলা পক্ষের সংগঠনের তরফ থেকে আজ  ভূমিপুত্র সংরক্ষণের দাবিতে হলদিয়া কোলাঘাট মোড়ে অবস্থান-বিক্ষোভ 
 এতোদিন বাংলায় হিন্দু-মুসলিম, তপসিলি জাতি-উপজাতিসহ জাতপাতের ভোট ব্যাংক নিয়ে লড়াই চলছে। এবার বাংলার ভূমিপুত্রদের …

 



 পূর্ব মেদিনীপুর বাংলা পক্ষের সংগঠনের তরফ থেকে আজ  ভূমিপুত্র সংরক্ষণের দাবিতে হলদিয়া কোলাঘাট মোড়ে অবস্থান-বিক্ষোভ 


 এতোদিন বাংলায় হিন্দু-মুসলিম, তপসিলি জাতি-উপজাতিসহ জাতপাতের ভোট ব্যাংক নিয়ে লড়াই চলছে। এবার বাংলার ভূমিপুত্রদের সংরক্ষণের দাবিতে বিক্ষোভ দেখালো পূর্ব মেদিনীপুর  বাংলা পক্ষ।এরাজ্যের ভূমিপুত্রদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে দীর্ঘ দিন ধরেই আন্দোলন করছে বাংলা পক্ষ। হিন্দি সাম্রাজ্যবাদ রুখতে তাঁরা আন্দোলন করছে বাংলা ভাষার ব্যবহার নিয়েও। এই মুহূর্তে দেশের বিভিন্ন রাজ্যে সরকারি ও বেসরকারি ক্ষেত্রে ভূমিপুত্রদের সংরক্ষণের আইন জারি হয়েছে। এবার বাংলাতেও তা চালু হোক দাবি বাংলাপক্ষের।আজকে কোলাঘাটে হলদিয়া মোড়ে ভূমিপুত্র সংরক্ষণের দাবিতে অবস্থান বিক্ষোভ দেখাতে গিয়ে সংগঠনের তরফে বাংলা পক্ষের সাধারণ সম্পাদক ডক্টর গর্গ চ্যাটার্জি বলেন, “কংগ্রেস শাসিত রাজস্থান, কংগ্রেস-শিবসেনা শাসিত মহারাষ্ট্র, বিজেপি জোট শাসিত হরিয়ানা, বিজেপি শাসিত গুজরাট, ওয়াই এসআর কংগ্রেস শাসিত অন্ধ্রপ্রদেশ, তাছাড়া তেলেঙ্গানা, কর্নাটকসহ প্রায় প্রতিটি রাজ্য চাকরি ক্ষেত্রে ভূমিপুত্র সংরক্ষণ করেছে। কোথাও ৭৫ শতাংশ। কোথাও ৮০ থেক ৮৫ শতাংশ। সরকারি বা বেসরকারি দুই ক্ষেত্রেই।”কিন্তু করা বাংলার ভূমিপুত্র?  ১৫-২০ বছর যাঁরা বাংলায় আছে তাঁরাই ভূমিপুত্র। সেক্ষেত্রে সাঁওতাল, কোচ, নেপালি এমনকী বিহারী, মারোয়াড়ীরাও ভূমিপুত্র। তাঁদের সমস্ত কিছুতেই অধিকার আছে এবং কেন্দ্রীয় কমিটির শীর্ষ পরিষদ সদস্য কৌশিক মাইতি বলেন”বাংলাপক্ষের দাবি, বাঙালীর মাইগ্রেশন ৪.৮ শতাংশ। অথচ বাংলায় কমপক্ষে ৩০ শতাংশের ওপর অবাঙালী চাকরি করে। এই পরিস্থিতিতে বাংলা পক্ষের দাবি, “সরকারি ক্ষেত্রে ১০০ শতাংশ রাজ্যের স্থায়ী বাসিন্দাকে চাকরি দিতে হবে। বিভিন্ন বেসরকারি ঠিকা কাজ, টেন্ডার, ক্যাবের লাইসেন্স ক্ষেত্রে ৯০ শতাংশ ভূমিপুত্রদের সংরক্ষণ করতে হবে এবং  এই কোলাঘাটে উপস্থিত ছিলেন বাংলা পক্ষের শীর্ষ  পরিষদ সদস্য ডক্টর অরিন্দম বিশ্বাস, সহেব আমিন, কালাচাঁদ চট্টোপাধ্যায়,অমিত সেন আরো নেতৃবর্গ এই মঞ্চে দাঁড়িয়ে আরো বলেন আগামী দিন এই ভূমিপুত্র সংরক্ষণ নিয়ে জোরদার আন্দোলন প্রতিটি  জেলা জুড়ে 

চলবে.


No comments