দীঘায় মাইক প্রচারে নামল এনডিআরএফনিম্নচাপের জেরে দুর্যোগ মোকাবিলায় দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে আগেই সতর্কতা জারি করা হয়েছে। তবে অন্ধ্র ও ওড়িশা উপকূলে আছড়ে পড়তে চলা ঘূর্ণিঝড় জওয়াদের সবচেয়ে বেশি প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে পূর্ব মেদি…
দীঘায় মাইক প্রচারে নামল এনডিআরএফ
নিম্নচাপের জেরে দুর্যোগ মোকাবিলায় দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে আগেই সতর্কতা জারি করা হয়েছে। তবে অন্ধ্র ও ওড়িশা উপকূলে আছড়ে পড়তে চলা ঘূর্ণিঝড় জওয়াদের সবচেয়ে বেশি প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী এলাকায়। তাই বৃহস্পতিবারই জেলায় এনডিআরএফের দু’টি ও এসডিআরএফের আরও চারটি টিম নেমেছে। এদিন কাঁথি ও দীঘায় উদ্ধারকারী টিমের সদস্যদের পাঠানো হয়। পাশাপাশি তমলুক ও হলদিয়ায় এসডিআরএফের একটি করে টিম রাখা হবে। জরুরি প্রয়োজনে যে কোনও জায়গায় তাদের পাঠানো হবে। আজ শুক্রবার থেকে টানা তিনদিন দীঘায় সমুদ্রস্নান ও সমুদ্রের ধারে কাছে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকছে। জেলা, মহকুমা ও ব্লকস্তরে কন্ট্রোল রুম খোলা হয়েছে। জারি হয়েছে হলুদ সতর্কতা। আজ, শুক্রবার জেলা প্রশাসন সেচ, স্বাস্থ্য, জনস্বাস্থ্য ও কারিগরি, পূর্ত, বিদ্যুৎ বণ্টন, খাদ্য, বিপর্যয় ব্যবস্থাপন প্রভৃতি দপ্তরের অফিসারদের সঙ্গে বৈঠক করবে। সেখানে জেলাশাসক পূর্ণেন্দু মাজি ও পুলিস সুপার অমরনাথ কে সহ প্রশাসনিক আধিকারিকরা থাকবেন। দুর্যোগ মোকাবিলায় প্রতিটি দপ্তরের মধ্যে সমন্বয় রক্ষা করাই বৈঠকের মূল লক্ষ্য। ইতিমধ্যেই প্রশাসন এবং ওই সব সরকারি দপ্তরের অফিসার ও কর্মীদের ছুটি বাতিল হয়েছে। জেলাশাসক বলেন, আমরা সবরকম প্রস্তুতি নিয়ে রেখেছি। ইতিমধ্যেই কন্ট্রোলরুম খোলা হয়েছে। ৩ডিসেম্বর থেকে টানা তিনদিন দীঘায় সমুদ্রস্নান ও সমুদ্রের ধারেকাছে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকছে। চাষিদের আমন ধান দ্রুত খামারে তুলে নেওয়ার জন্য মাইকিং হচ্ছে।
এদিন সকাল থেকে ওল্ড দীঘা ও নিউ দীঘার বিভিন্ন ঘাটে পুলিসের পক্ষ থেকে অটোয় মাইক বেঁধে দুর্যোগ সম্পর্কে সতর্কবার্তা নিয়ে মাইকিং করা হয়। সমুদ্রে মাছ ধরতে যাওয়া মৎস্যজীবীদের ২তারিখের মধ্যেই ফিরে আসার জন্য মাইকিং চলে। পাশাপাশি উপকূলবর্তী এলাকার মানুষজনকে দুর্যোগ সম্পর্কে সতর্ক করা হয়। উপকূল বরাবর মোট ৪৩টি মাল্টি পারপাস সাইক্লোন শেল্টারে পানীয় জল ও বিদ্যুৎসংযোগ স্বাভাবিক করে প্রস্তুত রাখা হচ্ছে। দুর্যোগ মারাত্মক আকার নেওয়ার আশঙ্কা থাকলে তড়িঘড়ি মানুষজনকে ওইসব আশ্রয় কেন্দ্রে সরানো হবে। দুর্যোগের পর বিদ্যুৎ বণ্টন পরিষেবায় সবচেয়ে বেশি সমস্যা তৈরি হয়। প্রতিটি ব্লকে বণ্টন সংস্থার রক্ষণাবেক্ষণের টিম থাকবে। কোথাও পরিষেবা বিভ্রাট হলে ওই টিম দ্রুত রক্ষণাবেক্ষণের কাজে নামবে। জেলার কন্ট্রোল রুমে প্রতিটি বিভাগের একজন করে অফিসার থাকবেন।
কৃষিদপ্তরের পক্ষ থেকে তিন জেলাতেই চাষিদের উদ্দেশে বিশেষ সতর্কবার্তা নিয়ে মাইকিং করা হচ্ছে। বিশেষ করে আমন ধান ৩তারিখের মধ্যে মাঠ থেকে খামারে তুলে নেওয়ার জন্য কৃষি অধ্যুষিত এলাকায় মাইকিং করছে কৃষিদপ্তর। মাঠে আলু লাগানোর কাজ এক সপ্তাহের জন্য পিছিয়ে দেওয়া এবং সব্জি ও সর্ষে জমি থেকে জল নিকাশি ব্যবস্থা ঠিকমতো রাখার জন্য মাইকিং করা হয়। একইসঙ্গে প্রশাসনের উদ্যোগেও মাইকিং করে দুর্বল ও পুরনো কাঁচাবাড়ি দড়ি দিয়ে ভালোভাবে বেঁধে রাখার জন্য বিভিন্ন এলাকায় মাইকিং করা হয়। ঝড়ের সময় যাতে মানুষজন বাইরে না বের হয় সেব্যাপারেও জেলাজুড়ে প্রচার চলছে। শুক্রবার আবহাওয়া বিভাগের বুলেটিন দেখেই উপকূল এলাকা থেকে মানুষজনকে সরানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আপতত সমুদ্র তীরবর্তী ৪৩টি সাইক্লোন শেল্টার তৈরি থাকছে। পরিস্থিতি পর্যালোচনা করেই মানুষজনকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হবে। কাঁথির মহকুমা শাসক আদিত্যবিক্রম হিরানি বলেন, কাঁথি ও দীঘায় এনডিআরএফ টিম এসে গিয়েছে। দুর্যোগ মোকাবিলায় সবরকম প্রস্তুতি নিয়ে রাখা হচ্ছে।
No comments