Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কেমন কাটলো ২০২১

কেমন কাটলো ২০২১রাজ্যে ঘটনার ঘনঘটা
জানুয়ারি১৮ জানুয়ারি: নন্দীগ্রামে সভা করতে গিয়ে বড় চমক দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘোষণা করেন, নন্দীগ্রাম আসন থেকে তিনি ২০২১ সালের বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। 
ফেব্রুয়ারি১৭ …

 



কেমন কাটলো ২০২১রাজ্যে ঘটনার ঘনঘটা


জানুয়ারি

১৮ জানুয়ারি: নন্দীগ্রামে সভা করতে গিয়ে বড় চমক দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘোষণা করেন, নন্দীগ্রাম আসন থেকে তিনি ২০২১ সালের বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। 


ফেব্রুয়ারি

১৭ ফেব্রুয়ারি: মুর্শিদাবাদের নিমতিতা স্টেশনে বোমা বিস্ফোরণে জখম হন শ্রমদপ্তরের তৎকালীন প্রতিমন্ত্রী জাকির হোসেন। কলকাতায় আসার জন্য ট্রেন ধরতে গিয়ে প্ল্যাটফর্মে রাখা বোমা ফেটে এই ঘটনা ঘটে। 

২২ ফেব্রুয়ারি: মেট্রো পথে জুড়ল দক্ষিণেশ্বর স্টেশন। উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।


মার্চ

 ৮ মার্চ: সন্ধ্যায় কলকাতায় পূর্ব রেলের সদর দপ্তর নিউ কয়লাঘাটা বিল্ডিংয়ে আগুন লাগে। পুড়ে মারা যান ন’জন। 

 ১০ মার্চ: নন্দীগ্রাম কেন্দ্রে বিধানসভা নির্বাচনের প্রচার সেরে ফেরার পথে বিরুলিয়া মোড়ের কাছে দুর্ঘটনায় পায়ে জোরালো চোট পান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 


এপ্রিল

 ১০ এপ্রিল: বিধানসভা চতুর্থ দফার ভোটগ্রহণের দিন কোচবিহারের শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত্যু চার গ্রামবাসীর। 

 ২১ এপ্রিল: প্রয়াত কবি শঙ্খ ঘোষ। বয়স হয়েছিল ৮৯ বছর। সাহিত্য অ্যাকাডেমি, জ্ঞানপীঠ সহ নানা সম্মানে ভূষিত এই কবি ও সাহিত্যিকের মৃত্যু বাংলার সাহিত্যজগতের অপূরণীয় ক্ষতি। 


মে

 ২ মে: বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হয়। বিপুল জয় তৃণমূল কংগ্রেসের। ২৯৪টি আসনের মধ্যে ২১৩টি যায় তাদের দখলে। ৭৭টি আসন দখল করে রাজ্যের প্রধান বিরোধী হিসেবে উঠে আসে বিজেপি। স্বাধীনতার পর এই প্রথম রাজ্য বিধানসভায় বাম ও কংগ্রেসের আসন সংখ্যা শূন্য হয়ে যায়। 

 ৫ মে: তৃতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

 ১৭ মে: নারদকাণ্ডে রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, বিধায়ক মদন মিত্র ও কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করে সিবিআই। এর প্রতিবাদে নিজাম প্যালেসে ধর্না দেন স্বয়ং মুখ্যমন্ত্রী। ২৮ মে এই চারজনের জামিন মঞ্জুর করে কলকাতা হাইকোর্ট। 

 ২৬ মে: পূর্ণিমার ভরা কোটাল ও ঘূর্ণিঝর যশের জোড়া হানায় লণ্ডভণ্ড দীঘা, সুন্দরবন সহ রাজ্যের বিস্তীর্ণ উপকূল অংশ। 

 ২৬ মে: নিউ বারাকপুরের তালবান্দা শিল্পতালুকে গেঞ্জি কারখানায় আগুন। পুড়ে মৃত্যু হয় চার শ্রমিকের।


জুন

 ৯ জুন: নিউটাউনের সাপুরজি আবাসনে লুকিয়ে থাকা দুই কুখ্যাত গ্যাংস্টারকে এনকাউন্টারে নিকেশ করে রাজ্য পুলিসের এসটিএফ। 

 ১০ জুন: প্রয়াত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত। বয়স হয়েছিল ৭৭।

 ১৬ জুন: প্রয়াত প্রখ্যাত মঞ্চাভিনেত্রী স্বাতীলেখা সেনগুপ্ত। বয়স হয়েছিল ৭১ বছর। 


জুলাই

 ৮ জুলাই: ৭৮ বছর বয়সে প্রয়াত প্রাক্তন আইপিএস এবং রাজ্যের প্রাক্তন মন্ত্রী রচপাল সিং।

 ৩১ জুলাই: প্রয়াত প্রবীণ সিপিএম নেতা ও রাজ্যের প্রাক্তন উচ্চশিক্ষামন্ত্রী সুদর্শন রায়চৌধুরী। বয়স হয়েছিল ৭৮ বছর।


আগস্ট

 ১৯ আগস্ট: রাজ্যে বিধানসভা ভোটপরবর্তী হিংসার ঘটনায় গুরুতর অপরাধগুলির সিবিআই তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট। 

 ২২ আগস্ট: বাঁকুড়ার বিষ্ণুপুর পুরসভায় আর্থিক তছরূপের অভিযোগে গ্রেপ্তার সেখানকার দীর্ঘদিনের চেয়ারম্যান তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। 

 ২৯ আগস্ট: প্রয়াত সাহিত্যিক বুদ্ধদেব গুহ। বয়স হয়েছিল ৮৫ বছর।


সেপ্টেম্বর

১ সেপ্টেম্বর: ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের সূচনা। মহিলাদের অ্যাকাউন্টে টাকা পাঠাতে শুরু করে রাজ্য সরকার।

 ৬ সেপ্টেম্বর: বেহালার সেনপল্লিতে ঘর থেকে উদ্ধার মা ও ছেলের গলাকাটা মৃতদেহ। 

 ৬ সেপ্টেম্বর: কয়লা-কাণ্ডে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে ইডি’র অফিসে টানা ন’ঘণ্টা জেরা। বেরিয়ে বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন অভিষেক। কংগ্রেসকেও এই প্রথম কড়া আক্রমণ করেন তিনি।

 ৯ সেপ্টেম্বর: এনআইআরএফ র‌্যাঙ্কিংয়ে বৃহত্তম পতন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের। ১৪ ধাপ নেমে গিয়ে দেশের বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে ৬৪তম স্থান পায় বিশ্বভারতী। 

 ২০ সেপ্টেম্বর: রাজ্য বিজেপির সভাপতি পদে আসেন সুকান্ত মজুমদার। দিলীপ ঘোষকে মেয়াদ শেষের আগেই সরিয়ে দেওয়ায় রাজ্য রাজনীতিতে সাড়া পড়ে যায়।


অক্টোবর

 ১ অক্টোবর: অক্সিজেন সিলিন্ডার ছাড়াই পৃথিবীর সপ্তম উচ্চতম শৃঙ্গ ধৌলাগিরি জয় করে ফেলেন বঙ্গকন্যা পিয়ালি বসাক। প্রথম ভারতীয় মহিলা তো বটেই, প্রথম ভারতীয় নাগরিক হিসেবেও রেকর্ড তৈরি করেছেন এই বাঙালি পর্বতারোহী। 

 ৩ অক্টোবর: ভবানীপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রায় ৫৩ হাজার ভোটে জয়ী হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে ভোট হয়েছিল মুর্শিদাবাদের জঙ্গিপুর ও সামশেরগঞ্জে। এই দুই কেন্দ্রেও বিপুলভাবে জেতে তৃণমূল। 

 ১৭ অক্টোবর: গড়িয়াহাটে বাড়ির মধ্যে খুন কর্পোরেট সংস্থার কর্তা সুবীর চাকী ও গাড়ির চালক রবিন মণ্ডল। 


নভেম্বর

 ২ নভেম্বর: রাজ্যের চার বিধানসভা কেন্দ্র, দিনহাটা, শান্তিপুর, খড়দহ ও গোসাবায় উপনির্বাচনের ফল প্রকাশিত হয়। চার কেন্দ্রেই বিপুলভাবে জয় হাসিল করে তৃণমূল কংগ্রেস। 

 ২ নভেম্বর: প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন মন্ত্রী রবিরঞ্জন চট্টোপাধ্যায়। বয়স হয়েছিল ৮১ বছর।

 ৪ নভেম্বর: রাজ্য রাজনীতির নক্ষত্রপতন। প্রয়াত প্রবীণ রাজনীতিবিদ ও রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। বয়স হয়েছিল ৭৫ বছর।

 ৮ নভেম্বর: রাষ্ট্রপতি ভবনে ‘পদ্মশ্রী’ সম্মান তুলে দেওয়া হয় পূর্ব বর্ধমানের আউসগ্রামের শিক্ষক সুজিত চট্টোপাধ্যায়কে। 

 ২৭ নভেম্বর: নদীয়ার হাঁসখালিতে ভয়াবহ দুর্ঘটনায় শববাহী গাড়ি। মৃত্যু উত্তর ২৪ পরগনার বাগদার ১৮ শ্মশানযাত্রীর।


ডিসেম্বর

 ৮ ডিসেম্বর: টপ্পা, বৈঠকি সহ পুরাতনী বাংলা গানের বিখ্যাত শিল্পী চণ্ডীদাস মাল প্রয়াত। বয়স হয়েছিল ৯১ বছর।  

 ১০ ডিসেম্বর: বেআইনি অর্থলগ্নি সংস্থার সঙ্গে জড়িত অভিযোগে সিবিআই গ্রেপ্তার করে বর্ধমান পুরসভার প্রশাসক প্রণব চট্টোপাধ্যায়কে। 

 ২১ ডিসেম্বর: কলকাতা পুরসভার নির্বাচনের ফল প্রকাশিত। বিপুলভাবে জয়ী তৃণমূল কংগ্রেস।

No comments