Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

শেষের খেয়া নুটবিহারী পাত্র

শেষের খেয়া- নুটবিহারী পাত্র 
জীবনের সম্পর্কগুলো যদি অরণ‍্যের মত নীবিড় হততাহলে শাখা -প্রশাখায় লতায় পাতায়জড়িয়ে জড়িয়ে থাকত।যদি সমুদ্রের মত গভীর হতঅনেক সওদাগরী জাহাজবন্দরে ভিড় জমাত-তলদেশে অনেক ঝিনুক, তার বুকেসযতনে মুক্তা সাজিয়ে রাখত।স…

 



শেষের খেয়া- নুটবিহারী পাত্র 


জীবনের সম্পর্কগুলো 

যদি অরণ‍্যের মত নীবিড় হত

তাহলে শাখা -প্রশাখায় লতায় পাতায়

জড়িয়ে জড়িয়ে থাকত।

যদি সমুদ্রের মত গভীর হত

অনেক সওদাগরী জাহাজ

বন্দরে ভিড় জমাত-

তলদেশে অনেক ঝিনুক, তার বুকে

সযতনে মুক্তা সাজিয়ে রাখত।

সম্পর্কগুলো যদি আকাশের মত 

নির্মল আর উদার হত

প্রতিদিন সূর্যের দেখা মিলত,

পাখিরা মনের সুখে

ডানা মেলে উড়ে বেড়াত,

রাতের আকাশে চাঁদ উঠত।

যদি বাতাসের মত 

সাবলীল ও সর্বত্র গামী হত

তবে রন্ধনশালার ও খবর নিত।

দয়া মায়া স্নেহ মমতা ভালোবাসা

জীবণের সম্পর্কগুলো

অভিনয়ের নৈপুণ্যে গড়া রঙ্গমঞ্চ,

জীবন গুলো এক একটি 

জীবন্ত কাকতাড়ুয়া।

তাই--

বৃদ্ধাশ্রম কাশি বারানসী বৃন্দাবনে 

শেষের খেয়ায় শেষ যাত্রীদের

জমজমাট ভিড়।

No comments