Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বিজেপির সন্ত্রাস প্রতিরোধে বড়বড়িয়া হাইস্কুল মাঠে তৃণমূল কংগ্রেসের জনসভা

বিজেপির সন্ত্রাস প্রতিরোধে বড়বড়িয়া হাইস্কুল মাঠে তৃণমূল কংগ্রেসের জনসভাভগবানপুর-২ ব্লকের বাসুদেববড়িয়া অঞ্চলে বিজেপির সন্ত্রাস প্রতিরোধে বড়বড়িয়া হাইস্কুল মাঠে তৃণমূল কংগ্রেসের অাহ্বানে জনসভা অায়োজিত হয়। সভায় সভাপতিত্ব করেন ভগবানপু…

 



বিজেপির সন্ত্রাস প্রতিরোধে বড়বড়িয়া হাইস্কুল মাঠে তৃণমূল কংগ্রেসের জনসভা

ভগবানপুর-২ ব্লকের বাসুদেববড়িয়া অঞ্চলে বিজেপির সন্ত্রাস প্রতিরোধে বড়বড়িয়া হাইস্কুল মাঠে তৃণমূল কংগ্রেসের অাহ্বানে জনসভা অায়োজিত হয়। সভায় সভাপতিত্ব করেন ভগবানপুর-২ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শশাঙ্ক শেখর জানা। সভায় বক্তব্য রাখেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তরুণ মাইতি, জেলা চেয়ারম্যান অভিজিৎ দাস, জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সুপ্রকাশ গিরি, প্রাক্তন বিধায়ক অর্ধেন্দু মাইতি, প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন, জেলা পরিষদের তিনজন কর্মাধ্যক্ষ স্বপন দাস, মধুরিমা মন্ডল, অনুরাধা নন্দ গোস্বামী, জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী কাজল বর্মন জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি শতদল বেরা, ,মিহির ভৌমিক, ভানু মাইতি,অমিত দাস,দীপঙ্কর খাটুয়া, শশাঙ্ক শেখর জানা প্রমুখ নেতৃবৃন্দ। জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তরুণ মাইতি  বিজেপির সন্ত্রাস প্রতিরোধে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ সংগ্রামে ব্রতী হওয়ার অাহ্বান জানান। জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সুপ্রকাশ গিরি বলেন জনবিচ্ছিন্ন বিজেপি সিবিআই জুজু দেখিয়ে তৃণমূল কংগ্রেস কর্মীদের মধ্যে ভয় ও ভীতির পরিবেশ তৈরি করতে চাইছে। প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন বলেন বন্যাকবলিত ভগবানপুর-১ ও ভগবানপুর-২, পটাশপুর-১ ও পটাশপুর-২ প্রভৃতি ব্লকের বন্যাকবলিত এলাকার ক্ষতিগ্রস্থ চাষী,মৎস্য চাষী,অানাজ,সব্জী ও পান চাষীদের ক্ষতিপূরণ প্রদানের দায়িত্ব কেন্দ্রীয় সরকার এড়িয়ে যেতে পারে না। কেন্দ্রীয় সরকার রাজ্যকে হাতে না মেরে ভাতা মারার পরিকল্পনা নিয়েছে। দুর্যোগ মোকাবিলা তহবিল থেকে রাজ্য সরকার কে অর্থ বরাদ্দ না করে বিজেপি বিভ্রান্তিমূলক প্রচারে ব্যস্ত।কেন্দ্রীয় সরকারের জনবিরোধী ও বিভেদের রাজনীতি র বিরুদ্ধে সর্বস্তরের জনগণকে গর্জে ওঠার অাহ্বান জানান মামুদ হোসেন। জেলা চেয়ারম্যান অভিজিৎ দাস জানান অাজকের সভায় প্রায় তিনশত জন বিজেপি কর্মী অাজকের সভায় তৃণমূলে যোগ দেন। ভগবানপুর-২ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শশাঙ্ক শেখর জানা বিজেপি যে ভাষায় কথা বলে সেই ভাষায় তৃণমূল কংগ্রেস কর্মীদের জবাব দেওয়ার কথা বলেন।

No comments