Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়ার সিটি সেন্টার শপিংমলে বসেছে জুট ফেয়ার

হলদিয়ার সিটি সেন্টার শপিংমলে বসেছে জুট ফেয়ারপাটের পুতুলের ভুবন। শিল্পীর হাত ও মনের গুণে প্রাণবন্ত। বাংলার এমন শিল্পী কী তাঁর প্রাপ্যটুকু পান। মার্কেটিং ম্যাজিকে মাঝখানের লোকেরাই সব খেয়ে সম্পদ বাড়ায়। পুতুল বিক্রি থেকে হাজার কোটি ট…

 


হলদিয়ার সিটি সেন্টার শপিংমলে বসেছে জুট ফেয়ার

পাটের পুতুলের ভুবন। শিল্পীর হাত ও মনের গুণে প্রাণবন্ত। বাংলার এমন শিল্পী কী তাঁর প্রাপ্যটুকু পান। মার্কেটিং ম্যাজিকে মাঝখানের লোকেরাই সব খেয়ে সম্পদ বাড়ায়। পুতুল বিক্রি থেকে হাজার কোটি টাকার অস্ত্র বিক্রি, সবতেই তাঁরা বিরাজ করেন। বেশি সুখ আবার শিল্পীর জীবনে ক্ষতি আনে বলে ডকট্রিন রয়েছে। তাহলে বাংলার আর্টিজনের ভাগ্য নিয়ন্তা কে হবে? সরকার তো চেষ্টার কসুর করে না। তবু বহু প্রকৃত শিল্পীর আঁধার ঘোঁচে না। সোশ্যাল মিডিয়া এখন বড় ভূমিকা নেয়। বাংলার শিল্পীর কদর দিতে নিউইয়র্কবাসী ছুটে আসে এমন উদাহরণ অনেক। আজকের প্রজন্ম নিজের গ্রাম, পাশের শিল্পীকে একটু চিনলে শুধু নয়, গর্ব করতে পারলে অনেক সমস্যা ছোট হয়ে যায়। হলদিয়ার সিটি সেন্টার শপিংমলে বসেছে জুট ফেয়ার। ১২ডিসেম্বর পর্যন্ত চলবে। হলদিয়ারও কয়েকজন স্বউদ্যোগী রয়েছেন, যাঁরা পাটের নানা ডিজাইনের ব্যাগ, হাতের কাজের পশরা নিয়ে এসেছেন।

No comments