Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মেদিনীপুর সমন্বয় সংস্থার দশম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হল

মেদিনীপুর সমন্বয় সংস্থার দশম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হল   রবিবার সংস্থার কেন্দ্রীয় কার্যালয়  "মেদিনীপুর ভবন" এর নিকটবর্তী শ্যামবাজার বীরেন্দ্র মঞ্চে।     অনুষ্ঠানে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শুভ উদ্বোধন করেন কলক…

 






মেদিনীপুর সমন্বয় সংস্থার দশম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হল   রবিবার সংস্থার কেন্দ্রীয় কার্যালয়  "মেদিনীপুর ভবন" এর নিকটবর্তী শ্যামবাজার বীরেন্দ্র মঞ্চে।

     অনুষ্ঠানে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শুভ উদ্বোধন করেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অজিত কুমার নায়ক । সভাপতি  এমিরেটাস বিজ্ঞানী ডঃ নিতাই চন্দ্র মন্ডল তাঁর বক্তব্যে সংস্থার শুরুর ইতিহাস থেকে বর্তমান সময়ের কার্যক্রম তুলে ধরেন।

সাধারণ সম্পাদক  রতিকান্ত মালাকার  সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করেন। কোষাধ্যক্ষ রাজকুমার মাইতি বার্ষিক আয়-ব্যয়ের হিসাব তুলে ধরেন। প্রধান অতিথিরূপে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী অধ্যাপক প্রবোধচন্দ্র সিনহা ও বিশেষ অতিথি রূপে উপস্থিত ছিলেন বেলঘরিয়া রামকৃষ্ণ মিশন ক্যালকাটা বিদ্যার্থী আশ্রমের কর্মাধ্যক্ষ স্বামী একব্রতানন্দ মহারাজ। সভায় বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অধ্যাপক প্রণবেশ জানা, প্রতিষ্ঠাতা সভাপতি আইনজীবী অনিল কুমার জানা, কার্যকরী সভাপতি বিমল কুমার জানা,মেদিনীপুর মহাবিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক মন্টুরাম জানা  প্রমুখ। সম্পাদকীয় প্রতিবেদনের উপর বক্তব্য রাখেন মেদিনীপুর টাউন আঞ্চলিক ইউনিটের সভাপতি মানিক চন্দ্র ঘাটা,বিধাননগর আঞ্চলিক ইউনিটের বিদায়ী সভাপতি পূর্ণেন্দু মাইতি,কাঁথি-এগরা আঞ্চলিক ইউনিটের সম্পাদক অধ্যাপক হৃষীকেশ পয়ড়্যা সহ বিভিন্ন আঞ্চলিক ইউনিটের  সম্পাদক ও সভাপতি গণ।  অধ্যাপক রামচন্দ্র মণ্ডল,অধ্যাপক সুরেশ চন্দ্র দাস,শিক্ষক সুশীল কুমার দাস সহ প্রায় কুড়িজন বিশিষ্ট শিক্ষককে "বিদ্যাসাগর শিক্ষক সম্মান" প্রদান করা হয়।  প্রতিবছর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিনে (১২ই আশ্বিন) সংস্থার পক্ষ থেকে কৃতি শিক্ষকদের এই সম্মান প্রদান করা হবে।  এগরা-কাঁথি ইউনিটের প্রাক্তন প্রধানশিক্ষিকা অলকা জানা রচিত ও পরিচালিত গীতিময় আলেখ্য "মুক্তিযুদ্ধে মেদিনীপুর" পরিবেশিত হয়।  দশম বার্ষিক এই সাধারণ সভায় প্রায় তিনশত সদস্য- সদস্যা উপস্থিত ছিলেন।

No comments