Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

তমলুকের শহীদ নন্দ রানার ছেলে অংকন ও পরিবার জনের সরকারের পাশে থাকার আর্তনাদে, সাড়া দিলেন মন্ত্রী সৌমেন কুমার মহাপাত্র

তমলুকের শহীদ নন্দ রানার ছেলে অংকন ও পরিবার জনের সরকারের পাশে থাকার আর্তনাদে, সাড়া দিলেন মন্ত্রী সৌমেন কুমার মহাপাত্র
প্রদীপ কুমার মাইতি, তমলুক, পূর্ব মেদিনীপুর:জম্বু কাশ্মীরের লাদ‍্যাখে অভিযান চালানোর সময় দুর্ঘটনায় মৃত্যু তমলুক…

 






তমলুকের শহীদ নন্দ রানার ছেলে অংকন ও পরিবার জনের সরকারের পাশে থাকার আর্তনাদে, সাড়া দিলেন মন্ত্রী সৌমেন কুমার মহাপাত্র


প্রদীপ কুমার মাইতি, তমলুক, পূর্ব মেদিনীপুর:জম্বু কাশ্মীরের লাদ‍্যাখে অভিযান চালানোর সময় দুর্ঘটনায় মৃত্যু তমলুকের সিআরপিএফ জওয়ান নন্দ রানার ।


গত বৃহস্পতিবার  কফিনবন্দি দেহ অবশেষে তাঁর বাড়িতে পৌঁছালে সেনাবাহিনী ও জেলা পুলিশের তৎপরতায় গার্ড অফ অনার এর মধ্য দিয়ে শেষকৃত্য সম্পন্ন হয় তাঁর। তারপরেই গোটা গ্রাম সহ গ্রামের সৌন্দর্য প্রাকৃতিক পরিস্থিতিও তাঁকে হারিয়ে,যেন শোকাচ্ছন্ন অবস্থায়।

গত বৃহস্পতিবার শহীদ নন্দ রানার ছেলে ও পরিবারজন কাতর কন্ঠে সংবাদ মাধ্যমের সামনে জানিয়েছিল তাদের পাশে যেন সরকার থাকে এবং তাঁদেরকে নিয়ে যেন সরকার ভাবে। কারণ অংকন এ বছরের মাধ্যমিক পরীক্ষার্থী এখনো সে স্বাবলম্বী হয়ে উঠতে পারেনি তারপরে মা ও ১৬ মাসের ছোট্ট বোনকে নিয়ে আগামী দিনে তাঁর জীবনে বেঁচে থাকার জন্য লড়াই  সংশয় হয়ে উঠবে।

কার্যত তার পরেই দেখা যায় শুক্রবার দুপুর দুটো নাগাদ তমলুকের বিধায়ক তথা সেচ ও জলপথ মন্ত্রী ডক্টর সৌমেন কুমার মহাপাত্র তাঁর বাড়িতে আসেন। সৌমেন বাবু বাড়িতে প্রবেশ করেই শহীদ নন্দ রানার ফটোগ্রাফিতে মাল্যদান করে ও তার কৃতিত্বে সংবর্ধনা জানিয়ে।,তারপরেই তাঁর স্ত্রী ছেলে ও মেয়ে সহ পরিবারের সমস্ত সদস্যদের সাথে দেখা করেন। এবং তাদেরকে ওই মুহূর্তে আর্থিক সাহায্য করেন এবং আগামী দিনে শহীদের ছেলে অংকন ও ছোট্ট বোন বৈষ্ণবী এবং মায়ের পাশে থাকার আশ্বাস দেন মন্ত্রী সৌমেন বাবু।

No comments