Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

চোলাই মদের বিরুদ্ধে সচেতনতা মূলক অভিযানও সুস্থ অবস্থায় ফিরে আসার বার্তা - বিডিও

চোলাই মদের বিরুদ্ধে সচেতনতা মূলক অভিযানও সুস্থ অবস্থায় ফিরে আসার বার্তা - বিডিও
 জেলাশাসকের নির্দেশে পূর্ব মেদিনীপুর জেলার আবগারি দপ্তর চোলাই মদ , জাল মদ ও বিষ মদের বিরুদ্ধে সকাল থেকে অভিযান চালালো।
সুতাহাটা ব্লকের অন্তর্গত আশদত…

 





 চোলাই মদের বিরুদ্ধে সচেতনতা মূলক অভিযানও সুস্থ অবস্থায় ফিরে আসার বার্তা - বিডিও


 জেলাশাসকের নির্দেশে পূর্ব মেদিনীপুর জেলার আবগারি দপ্তর চোলাই মদ , জাল মদ ও বিষ মদের বিরুদ্ধে সকাল থেকে অভিযান চালালো।


সুতাহাটা ব্লকের অন্তর্গত আশদতলিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্ভুক্ত শিব রামনগর গ্রামের  হরিজন পল্লীএলাকাতে। আজকে অর্থাৎ 9 ডিসেম্বর 2021 বৃহস্পতিবার, এই অভিযানে  এলাকার জনসাধারণকে মাইকিং প্রচার করে  একটি বার্তা পৌঁছে দেওয়া হয় । রাজ্যে বিষাক্ত চোলাই মদ পান করে ব্যাপক মানুষের অকাল মৃত্যু ঘটেছে। জাল মত সম্পুর্ন 

অস্বাস্থ্যকর পরিবেশে এবং অবৈজ্ঞানিক ভাবে তৈরি হয়। তাছাড়া বেশি লাভের আশায় চোলাই/ জাল মদের কারবারিগণ  বিভিন্ন মারাত্মক ক্ষতিকারক পদার্থ মিশ্রিত  করে ,যা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এর ফলে অসুস্থতা ,অঙ্গহানি, পঙ্গুত্বও মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই চোলাই ও জাল মদ পান করে নিজের ,পরিবারের ও সমাজের বিপদ ডেকে আনবেন না। সচেতনতামূলক এই অভিযানে আজকে উপস্থিত ছিলেন সুতাহাটা ব্লকের বিডিও আসিফ আনসারী ,হলদিয়া রেঞ্জের ডেপুটি এক্সাইজ কালেক্টর সুদীপ্ত মুখোপাধ্যায় ,হলদিয়া আবগারি দপ্তরের অফিসার ইনচার্জ সুদীপ কুমার দাস এবং মহিষাদল আবগারি দপ্তরের অফিসার ইনচার্জ পৃথ্বীরাজ বোস ও সুতাহাটা থানার সেকেন্ড  অফিসার সমর মিশ্র সহ একদল পুলিশ বাহিনী। ৰিডিও আসিফ আনসারী ডিহিশিব রামনগর হরিজন পল্লীর প্রায় 15 টি পরিবারের কাছে যান। তাদেরকে জিজ্ঞাসাবাদ করেন কি কারণে তারা এই কাজে লিপ্ত রয়েছেন। ঘুরে ফিরে দেখেন প্রতিটি বাড়িবাংলার আবাস যোজনা দেওয়া । বাড়িতে একজন ECL  প্রাইভেট লিমিটেড কোম্পানিতে চাকরি করেন। বাড়ির মেয়েরা লক্ষী ভান্ডার এর টাকা পাচ্ছেন ,স্বাস্থ্য সাথী কার্ড পেয়েছেন, সবুজ সাথী সাইকেল পেয়েছেন, বার্ধক্য ভাতা পাচ্ছেন,  SC কলারশিপ- এর টাকা পাচ্ছেন ,কন্যাশ্রী টাকা পাচ্ছেন, বিনা পয়সায় রেশনের চাল পাচ্ছেন, এত কিছু সরকারি সাহায্য পাওয়া সত্ত্বেও এই চোলাই মদের ব্যবসায় লিপ্ত রয়েছেন এলাকা লোকজনেরা।  বিডিও আসিফ আনসারী প্রতিটি বাড়িতে একটি বার্তা দিয়েছেন। আপনারা যদি স্বাভাবিক অবস্থায় না ফিরে আসেন। তাহলে আপনাদের সরকারের সমস্ত ধরনের সাহায্য বন্ধ করে দিতে বাধ্য করবো। তিনি আরো বলেন ,এত সুন্দর বাড়ি করেছেন, বাড়ির সামনে সুন্দর সুন্দর মন্দির বানিয়েছেন। স্বামী কোম্পানিতে চাকরি করছেন। আপনাদের অভাব কিসের?

No comments