Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

অনিকেত অভিমান কবি -অমৃত মাইতি

অনিকেত অভিমান কবি -অমৃত মাইতি
ভাবছি ফিরে যাইউঠি উঠি করে উঠতে পারি নাএকাজ ওকাজ সেরে ফেরার সময় হয়না;নির্ধারিত সময় পেরিয়ে গেলতবুও ফেরা হলো না--
প্রতিবারেই কিছু না কিছু জরুরি কাজ থেকে যায়একটি মন শুধু আমার মনের খাড়াখাড়ি দাঁড়িয়ে…

 




অনিকেত অভিমান কবি -অমৃত মাইতি


ভাবছি ফিরে যাই

উঠি উঠি করে উঠতে পারি না

একাজ ওকাজ সেরে 

ফেরার সময় হয়না;

নির্ধারিত সময় পেরিয়ে গেল

তবুও ফেরা হলো না--


প্রতিবারেই কিছু না কিছু জরুরি কাজ থেকে যায়

একটি মন শুধু আমার মনের খাড়াখাড়ি দাঁড়িয়ে থাকে

তার জন্যই শুধু বাধ সাধে সময়টা

অন্ধকারে গাছের আড়ালে কে যেন দাঁড়িয়ে থাকে

ওটা ভূত নয়; ভবিষ্যৎ


কে যেন আমার সাথে হেঁটে বেড়ায় 

গাড়িতে যখন আমি একা থাকি

কে যেন আমার পাশে বসে থাকে-

আমার হাতে সময় কম

সে মানতে চায় না।


যতবার ফিরে যেতে চেয়েছি

ততবারই সে আমার পথ আগলে রাখে--

দেখো, গোলাপবাগে কত ফুল

আমি তার চোখে চোখ রাখি

সে একরাশ অভিমান আমার চোখে ঢেলে দেয়

আমি বাধ্য হয়ে

এক ঝুড়ি দুঃখ

ফুঁ দিয়ে উড়িয়ে দিই---


No comments