Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

রাজ্য কবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে মাঠ ঘুরে দেখলেন পৌর পারিষদ সদস্য

রাজ্য কবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে মাঠ ঘুরে দেখলেন  পৌর পারিষদ সদস্য
রাজ্য কাবাডি প্রতিযোগিতা ৩০ তম আবাহনীর চক্রের বাৎসরিক অনুষ্ঠান।হলদিয়া সৃষ্টির মাঠে আগামী  ১৬থেকে ১৯ ডিসেম্বর রাজ্যের প্রায় ৪২ টি দলকে নিয়ে কাবাডি প্রতিযোগিত…

 




রাজ্য কবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে মাঠ ঘুরে দেখলেন  পৌর পারিষদ সদস্য


রাজ্য কাবাডি প্রতিযোগিতা ৩০ তম আবাহনীর চক্রের বাৎসরিক অনুষ্ঠান।হলদিয়া সৃষ্টির মাঠে আগামী  ১৬থেকে ১৯ ডিসেম্বর রাজ্যের প্রায় ৪২ টি দলকে নিয়ে কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে দিবারাত্রি পুরুষ ও মহিলা এছাড়া ভলিবল, ফুট টেনিস, অ্যাথলেটিক্স বিভিন্ন বিভাগে কম্পিটিশন অনুষ্ঠিত হবে। পূর্ব মেদিনীপুর জেলা শিল্প শিক্ষা নগরী হলদিয়া পৌরসভার অন্তর্গত ১৯ নম্বর ওয়ার্ডের  বাড়ঘাসীপুর আন্তর্জাতিক স্টেডিয়ামে। আজ স্টেডিয়ামের মাঠ পরিদর্শন করেন আবাহনী ক্লাবের সম্পাদক সেখ সামাদ,সেক এশাক,সেখ নুরহোসেন,আইব আলী, সভাপতিসহ হলদিয়া পৌরসভা ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, চেয়ারম্যান ইন কাউন্সিল (পূর্ত বিভাগ) আজগর আলী (পল্টু)। 

বিজ্ঞাপন


তিনি বলেন হলদিয়া বিভিন্ন ক্লাব সংগঠন রয়েছে বিভিন্ন খেলাকে তারা পেশাদারী হিসেবে নিয়েছেন হলদিয়া আবহনী চক্র তারা প্রত্যেক বছরই কাবাডি কম্পিটিশন করে থাকেন সেই অনুযায়ী আগামী তিন দিন ধরে সারা রাজ্যের বিভিন্ন জেলা থেকে পুরুষ ও মহিলা কাবাডি খেলা। এছাড়া রক্তের গ্রুপ নির্ণয় বিনা পয়সায় চক্ষু পরীক্ষা এবং চশমা প্রদান করবে হলদিয়া-লায়ন্স ক্লাব ।আসবেন রাজ্যের বিভিন্ন জেলা থেকে খেলোয়াড়রা। চলবে দিবারাত্রি এই খেলা।তার সাথে সাথে ভলিবল ব্যাডমিন্টন খো খো এছাড়া বিভিন্ন বিভাগের প্রতিযোগিতা থাকবে তবে আজ স্টেডিয়াম পরিদর্শন করতে এসে দুঃখ প্রকাশ করলেন দেখতে দেখতে প্রায় ২১ বছর অতিক্রান্ত হয়েছে সরকার নেতৃত্ব পরিবর্তন হয়েছে কিন্তু স্টেডিয়ামের গুণগতমান পরিবর্তন হয়নি। তবে বর্তমান পৌর বোর্ড সিদ্ধান্ত হয়েছে খুব শীঘ্রই স্টেডিয়ামের কাজ শুরু করবে। তবে আইনি জটিলতা থাকার জন্যই এই বোর্ডের২০১৯-২০২০ আর্থিক বছরে টাকা বরাদ্দ করেও কাজ শুরু করতে পারেনি। খুব শীঘ্রই আইনি জটিলতা কেটে গেলে হলদিয়া পৌরসভায় স্টেডিয়ামকে আন্তর্জাতিক স্টেডিয়াম এরূপ দেবে। তিনি বলেন হলদিয়া থেকে বহু ছেলেমেয়েরা জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে বিভিন্ন খেলায় পারদর্শী তা লাভ করেছেন। কিন্তু তাদের কাছে প্র্যাকটিস করার মত কোন মাঠ নেই। বিগত সরকার হলদিয়া বাড় ঘাসীপুর গ্রামের স্টেডিয়াম গড়ে তোলার জন্য উদ্যোগ নিয়ে হলদিয়া পৌরসভা কে দায়িত্ব দিয়েছিলেন। কিন্তু আইনি জটিলতার জন্য কাজ অনেকটাই পিছিয়ে গেছে যত দ্রুত সম্ভব  কাজ শেষ করা হবে বলে তিনি জানালেন।

No comments