Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

২৫ ও ২৬নভেম্বর হলদিয়া কোস্টগার্ডে দু’দিনের জাতীয়স্তরের কর্মশালা

২৫ ও ২৬নভেম্বর হলদিয়া কোস্টগার্ডে দু’দিনের জাতীয়স্তরের কর্মশালামুম্বাই হামলা২৬/১১এর ঘটনা লক্ষ্য রেখে জাতীয় নিরাপত্তা, বিপর্যয় মোকাবিলা, নদী ও সমুদ্রে নজরদারি ও উদ্ধারকাজে দক্ষতা বাড়াতে হলদিয়া কোস্টগার্ডে ২৫ ও ২৬নভেম্বর দু’দিন…

 


 ২৫ ও ২৬নভেম্বর হলদিয়া কোস্টগার্ডে দু’দিনের জাতীয়স্তরের কর্মশালা

মুম্বাই হামলা২৬/১১এর ঘটনা লক্ষ্য রেখে জাতীয় নিরাপত্তা, বিপর্যয় মোকাবিলা, নদী ও সমুদ্রে নজরদারি ও উদ্ধারকাজে দক্ষতা বাড়াতে হলদিয়া কোস্টগার্ডে ২৫ ও ২৬নভেম্বর দু’দিনের জাতীয়স্তরের কর্মশালা হল। 

বিজ্ঞাপন


পূর্ব ভারতে বিশেষ করে পশ্চিমবঙ্গ লাগোয়া ভারতের নদী ও সমুদ্রে আন্তর্জাতিক জলসীমা এলাকায় নজরদারিতে বাড়তি জোর দিচ্ছে কোস্টগার্ড। এজন্য হলদিয়ায় ১০০কোটি টাকা ব্যয়ে কোস্টগার্ডের নতুন জেটি তৈরি, হেলিপ্যাড তৈরি সহ একাধিক পরিকাঠামোর উপর গুরুত্ব দেওয়া হয়েছে। সমস্ত ধরনের অপারেশ চালানোর জন্য হলদিয়াকে বেস স্টেশন গড়ার পরিকল্পনা রয়েছে কোস্টগার্ডের। 

বিজ্ঞাপন


সেজন্য কোস্টগার্ড হলদিয়ায় এলাকা বাড়াচ্ছে এবং জওয়ানদের জন্য নতুন নতুন আবাসন এলাকা তৈরি হচ্ছে বলে কোস্টগার্ড সূত্রে জানা গিয়েছে। কোস্টগার্ডের কর্মশালার সূচনা করেন কোস্টগার্ডের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল পঙ্কজ ভার্মা। কোস্টগার্ডের কমান্ডান্ট দীপক সিং জানান, ‘মেরিটাইম সার্চ এন্ড রেসকিউ অপারেশন’ শীর্ষক কর্মশালায় ইসরো, ইন্ডিয়ান ন্যাশনাল সেন্টার ফর ওশান, ইনফরমেশন সার্ভিসেস, এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়া সহ অনেকগুলি জাতীয় সংস্থার বিশেষজ্ঞ দেশে এবং বিদেশে সমুদ্র ক্ষেত্রে নিরাপত্তা, জঙ্গী হামলা, দুর্ঘটনা, উদ্ধার ও নজরদারি নিয়ে আলোকপাত করেন। একই সঙ্গে বিভিন্ন মডেলের সহায়তায় কোস্টগার্ডের তরুণ অফিসারদের এবিষয়ে সচেতন করা হয়েছে।

No comments