Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়া ডক ইনস্টিটিউট নির্বাচনে কলকাতা পোর্ট ট্রাস্ট পার্লামেন্ট এমপ্লয়িজ ইউনিয়ন ভোট দেওয়ার আবেদন- প্রদীপ বিজলী

হলদিয়া ডক ইনস্টিটিউট নির্বাচনে কলকাতা পোর্ট ট্রাস্ট পার্লামেন্ট এমপ্লয়িজ ইউনিয়ন ভোট দেওয়ার আবেদন- প্রদীপ বিজলীবিজ্ঞাপন


হলদিয়া (ডক্ ইনস্টিটিউট ক্লাব) বন্দরের নির্বাচনকে ঘিরে প্রচার সাধারণ নির্বাচনকে হার বানিয়ে দিচ্ছে। ত্রিস্তর…

 




হলদিয়া ডক ইনস্টিটিউট নির্বাচনে কলকাতা পোর্ট ট্রাস্ট পার্লামেন্ট এমপ্লয়িজ ইউনিয়ন ভোট দেওয়ার আবেদন- প্রদীপ বিজলী

বিজ্ঞাপন




হলদিয়া (ডক্ ইনস্টিটিউট ক্লাব) বন্দরের নির্বাচনকে ঘিরে প্রচার সাধারণ নির্বাচনকে হার বানিয়ে দিচ্ছে। ত্রিস্তরীয় বিধানসভা এবং লোকসভা নির্বাচনের প্রচার এর মতই হলদিয়া বন্দর ডক ইনস্টিটিউট ক্লাব যার অধিনে রয়েছে বিবি ঘোষ অডিটোরিয়াম, সুইমিংপুল, জিম সেন্টার, এবং বন্দরের সঙ্গে যুক্ত আরও কয়েকটি ক্লাব বিভিন্ন সেক্টর আবাসিক গড়ে উঠেছে ক্লাব। ডক্ ইনস্টিটিউট এই পরিচালন কমিটি দ্বারাই পরিচালিত হয় । এই পরিচালন কমিটির নির্বাচন ঘিরে যেমন বিভিন্ন রাজনৈতিক দল মনোনয়নপত্র জমা দিয়েছেন তাদের প্রচার চলছে বিভিন্নভাবেই ঠিক তেমনিভাবে শাসক দল বিরোধী দল সকলেই একযোগে এই নির্বাচনে ঝাঁপিয়ে পড়েছেন। আগামী ১২ ই নভেম্বর হলদিয়া বন্দরের ক্লাবের ইউনিয়ন নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে পাঁচটি প্যানেল তৈরি হয়েছে । প্রতিটি প্যানেলে  ১৯ জন করে প্রার্থী রয়েছেন । বিজেপির পক্ষে ভারতীয় মজদুর সংঘের মনোনীত একটি , তৃণমূল ইউনিয়নের  কংগ্রেসের মনোনীত দুটি , সিআইটিইউ ইউনিয়নের একটি , এস ইউসিআই ইউনিয়নের একটি । প্রতিটি প্যানেলের ১৯ জন করে সদস্য থাকলেও এসইউসিআই এর মাত্র ১৪ জন প্রার্থী রয়েছেন । সর্বমোট প্রার্থী সংখ্যা ৯০।  যেখানে হলদিয়া বন্দরের স্থায়ী শ্রমিকের সংখ্যা প্রায় ৯৯১জন । প্রতিটি দলের শুরু হয়েছে ভোট প্রচার । প্রতি দলের বিভিন্ন ধরনের ইশতেহার রেখে প্রচারে নেমে পড়েছে দলগুলি । ভারতীয় মজদুর সংঘের প্রার্থী প্রদীপ কুমার বিজলী বলেন , অবসরপ্রাপ্ত বন্দরের শ্রমিকদের বিগত দিনে কোন সংগঠন সম্মান দেয়নি। আমরা সেই সকল শ্রমিকদের হলদিয়া বন্দরের অবসরের দিন বন্দর কর্তৃপক্ষ তাদের বিদায় সম্বর্ধনা দিলে আমরাও সেই সকল শ্রমিকদের আমরাও সম্মানিত করব। এছাড়া আবাসিক সেক্টরে বিভিন্ন জায়গায় ক্লাব গুলি রয়েছে সেই কাজগুলোর মান উন্নয়ন করা যাতে প্রত্যেকটি অনুষ্ঠান সেক্টরের (আবাসিক)মধ্যেই সেই ক্লাবের মধ্য দিয়ে করতে পারে সেদিকেও আমরা ইউনিয়নের পক্ষ থেকে নজর দেব।  হলদিয়া বন্দরের শ্রমিক সংকোচ তানিয়ে সম্প্রসারণের জন্য দাবি জানাবেন।  সাংবাদিক সম্মেলনে ভারতীয় মজদুর সংঘ হলদিয়া ইনস্টিটিউট নির্বাচনে সহ-সভাপতি জয়ন্ত গিরি এবং পরিচালন কমিটির সদস্য পদে যারা এবারে মনোনীত প্রার্থী হয়েছেন আলোক কুমার মান্না, কানাইলাল মান্ডি, কৃষ্ণ গোপাল দাস, শ্রীমতি কৃষ্ণা বাড়ুই, ধনঞ্জয় নায়েক, পিন্টু হেমব্রম ,প্রদীপ কুমার বিজলী, প্রদীপ  হুতাইত,প্রশান্ত পাড়ুই, বাঁকা চাঁদ মান্ডি, ভবেশ চন্দ্র নায়েক, ভাস্কর মন্ডল, মনি দ্বীপ সরকার, রাম নারায়ন বেরা, শ্যামল কুমার দোলাই, শ্রীমতি শ্যামলী কালসা, সীমন্ত দাস, সতি প্রসাদ হাইতি। নামের তালিকা প্রকাশ করেন  হলদিয়া কলকাতা পোর্ট ভারতীয় মজদুর সংঘের সাধারণ সম্পাদক ,ভারতীয় মজদুর সংঘ রাজ্য সহ-সভাপতি প্রদীপ বিজলী।

No comments