Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়া পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান শ্যামল কুমার আদক এর বিরুদ্ধে ওঠা টেন্ডার দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে নয়া তদন্ত কমিটি গঠন করল বর্তমান পৌরবোর্ড

হলদিয়া পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান শ্যামল কুমার আদক এর বিরুদ্ধে ওঠা টেন্ডার দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে নয়া তদন্ত কমিটি গঠন করল বর্তমান পৌরবোর্ড

প্রাক্তন চেয়ারম্যান শ্যামল কুমার আদক এর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে …

 




হলদিয়া পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান শ্যামল কুমার আদক এর বিরুদ্ধে ওঠা টেন্ডার দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে নয়া তদন্ত কমিটি গঠন করল বর্তমান পৌরবোর্ড



প্রাক্তন চেয়ারম্যান শ্যামল কুমার আদক এর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে এবার তদন্ত কমিটি গঠন করল ।হলদিয়া পৌরসভার বোর্ড মিটিংয়ে বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। এর আগে গত আগস্ট মাসে ভবানীপুর থানা প্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ দায়ের হওয়ার পর রাজ্যের নির্দেশে তদন্ত শুরু করেন হলদিয়া মহকুমার শাসক লক্ষণ পেরুমল আর। তার নেতৃত্বে তিন সদস্যের একটি তদন্ত কমিটি তৈরি হয়। ওই তদন্ত কমিটির প্রাক্তন চেয়ারম্যান সময়কালীন কাজকর্ম টেন্ডার সংক্রান্ত বিষয়ে কিছু অসংগতি খুঁজে পেয়েছে। ওই কমিটির তদন্তের পর পৌরসভাকে একটি ফরওয়ার্ডিং লেটার দিয়েছে। তার পরেই পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান এর বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখতে নতুন করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান বর্তমান পৌরসভার চেয়ারম্যান সুধাংশু শেখর মন্ডল। অভিযোগ অবৈধ ভাবে নিজের এবং আত্মীয়-স্বজনদের ঠিকাদারি সংস্থাকে পৌরসভার কাজের টেন্ডার দিয়েছেন। সেই কাজ শেষ হওয়ার আগেই ঠিকাদার সংস্থাকে ফুল পেমেন্ট অর্থাৎ

পুরো টাকা মেটানোর অভিযোগ উঠেছে।  কোথাও সেই কাজ আদৌও হয়নি, কোথাও বা মাঝপথে আটকে রয়েছে কিন্তু ঠিকাদার সংস্থা টাকা নিয়ে চলে গিয়েছে। এই ঘটনায় দুর্নীতি এবং স্বজনপোষণের অভিযোগ উঠেছে। গত ১৬ আগস্ট রাজ্যের পুর ও নগর উন্নয়ন দপ্তরের অ্যাডিশনাল সেক্রেটারি পৌর কর্তৃপক্ষকে এই মর্মে একটি এফআইআর করার নির্দেশ দেয় পৌরসভাকে। পৌরসভার বর্তমান চেয়ারম্যান সুধাংশু বাবু বলেন প্রাক্তন চেয়ারম্যান ও টেন্ডার কমিটির চেয়ারম্যান সত্যব্রত দাসের সময়কালে টেন্ডারের ও কর্মী নিয়োগে অনিয়মের হদিস মিলেছে। কর্মী নিয়োগ যে সংস্থাকে থার্ড পার্টি হিসেবে নিয়োগ করা হয়েছিল, সেই সংস্থার কো-অর্ডিনেটর ছিলেন প্রাক্তন চেয়ারম্যান সহধর্মিণী। এটি আইনত ঠিক নয় ।এছাড়া অন্যান্য টেন্ডার সঠিক নিয়ম মেনে হয়েছিল কিনা তা খতিয়ে দেখবে পৌরসভা নয়া তদন্ত কমিটি। তবে অসঙ্গতি রয়েছে সে বিষয়ে সন্দেহ নেই । প্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে প্রায় ৫-৬ কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে। প্রসঙ্গত, ইতিমধ্যে হলদিয়া পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান শ্যামল কুমার আদক কে পলাতক ঘোষণা করে হলদিয়া মহাকুমার আদালতের অনুমতি নিয়ে তার বাড়িতে প্রোক্লেমেশন নোটিশ দিয়েছে পুলিশ।  শ্যামল বাবুর আজাদ হিন্দ নগরের বিলাসবহুল ফ্ল্যাটের বাইরে দেওয়ালে সেই নোটিশ পাঠানো হয়। দীর্ঘদিন ধরে তাকে পুলিশ খুঁজে পাচ্ছে না। পুলিশ প্রাপ্ত চেয়ারম্যানের বাড়ি ছিল করে দিয়েছে। পৌরসভার নতুন কমিটি টেন্ডার দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখছে।


No comments