Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

জল প্রকল্পের উদ্বোধন খতিয়ে দেখলেন হলদিয়া উন্নয়ন পর্ষদ এর সিইও পি- হরিশংকর

জল প্রকল্পের উদ্বোধন খতিয়ে দেখলেন হলদিয়া উন্নয়ন পর্ষদ CEO-র পানিক্কর হরিশংকর হলদিয়ার বিভিন্ন শিল্প সংস্থা ও পৌরসভা বাড়ি বাড়ি নল বাহিত পানীয় জল পৌঁছে দিতে 34 কোটি টাকার জল প্রকল্পের উদ্বোধনে জন্য  হলদিয়া উন্নয়ন পরিষদের ব্…

 





জল প্রকল্পের উদ্বোধন খতিয়ে দেখলেন হলদিয়া উন্নয়ন পর্ষদ CEO-র পানিক্কর হরিশংকর 

হলদিয়ার বিভিন্ন শিল্প সংস্থা ও পৌরসভা বাড়ি বাড়ি নল বাহিত পানীয় জল পৌঁছে দিতে 34 কোটি টাকার জল প্রকল্পের উদ্বোধনে জন্য  হলদিয়া উন্নয়ন পরিষদের ব্যাপক তোড়জোড়। এই প্রকল্পের মাধ্যমে দেড় লক্ষ মানুষ উপকৃত হবেন। আগামী 22 শে নভেম্বর প্রকল্পের উদ্বোধন এর উপস্থিত থাকবেন রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম ও চন্দ্রিমা ভট্টাচার্য ইতিমধ্যেই জল প্রকল্পের মাধ্যমে ৪৫ কোটি টাকা খরচ করে বিভিন্ন ওয়ার্ডে  পাইপ লাইন পেতেছে হলদিয়া পৌরসভা। প্রথম  পর্বে  হলদি নদীর তীর বরাবর র্পৌরসভা১০ টি ওয়ার্ডে লাইন পাতার  কাজ শেষ হয়েছে। তবেলাইন পাতা হলেও উপযুক্ত সংখ্যক গ্রাহক না মেলায় জলের সংযোগ দিতে গিয়ে বিপাকে পড়েছে পৌরসভা।  প্রসঙ্গত,এইচডিএ গেঁওয়াখালী জল প্রকল্প থেকে শিল্প সংস্থার পাশাপাশি পৌরসভা কেও  জল সরবরাহ করে। এইচডি সূত্রে জানা যায় প্রায় ছ বছর আগে শুরু হয় এই প্রকল্পের কাজ। মূলত পৌরসভা গ্রামীণ ওয়ার্ড ও উদ্বাস্তু কলোনি বাড়ি বাড়ি পৌঁছে দিতে প্রকল্পের উদ্যোগ নেয়া হয়। প্রথম দফায় হলদিয়া ব্রজলালচক মোড় সংলগ্ন ১৮ নম্বর ওয়ার্ডে ১১৬ নম্বর জাতীয় সড়কের পাশেই ১০ কোটি টাকা ব্যয়ে তৈরি হয় আন্ডারগ্রাউন্ড রিজার্ভার পাম্পিং স্টেশন ।গেঁওখালি জল প্রকল্প থেকে চকদ্বীপা ও হাতিবেড়িয়া পাম্পিং স্টেশনে জল আনতে বসানো হয়‌১৬ কিলোমিটার পাইপ লাইন  । এর জন্য ২৪ কোটি টাকা ব্যয় হয়। করোনার কারণে কিছু কাজ থমকে ছিল এইচডি চিফ এক্সিকিউটিভ অফিসার পি  হরিশংকর  বলেন ৩৪ কোটি টাকার প্রকল্প শিল্প শহরের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। গেওঁয়াখালী জল প্রকল্পে প্রতিদিন ৫০ মিলিয়ান গ্যালন জল সরবরাহ ক্ষমতা রয়েছে কিন্তু এতদিন ৩৭ মিলিয়ান গ্যালন জল প্রতিদিন সরবরাহ করা হচ্ছিল নয়া প্রকল্প চালু হলে পূর্ণ ক্ষমতা ব্যবহার সম্ভব হবে শুধু পৌরসভার নয় শিল্প সংস্থা গুলি চাহিদা মিটবে। এদিন জল প্রকল্পের উদ্বোধন উপলক্ষে ঘুরে দেখলেন  হলদিয়া উন্নয়ন পর্ষদ এর ভাইস চেয়ারম্যান সাধন জানা হলদিয়া উন্নয়ন পর্ষদ এর সিইও পি- হরিশংকর প্রমূখ

No comments