বেপরোয়া গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় মৃত ১রাস্তায় দাঁড়িয়ে থাকা ট্রাক্টর এর পেছনে সজোরে ধাক্কা মেরে দুর্ঘটনাস্থলে মৃত্যু হয় বেপরোয়া বাইক আরোহীর । পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার খড়াই মোড়ের কাছে দুর্ঘটনাটি ঘটনাট…
বেপরোয়া গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় মৃত ১
রাস্তায় দাঁড়িয়ে থাকা ট্রাক্টর এর পেছনে সজোরে ধাক্কা মেরে দুর্ঘটনাস্থলে মৃত্যু হয় বেপরোয়া বাইক আরোহীর । পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার খড়াই মোড়ের কাছে দুর্ঘটনাটি ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম মিলন কুমার বেরা(৪১)। তাঁর বাড়ি পটাশপুর থানার চন্দনপুর এলাকায়। পুলিশ সুত্রের খবর, এদিন সন্ধ্যায় মিলন একটি মটর বাইকে করে বাড়ি থেকে পটাশপুর আসছিল।সেই সময় খড়াই মোড়ের কাছে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক্টর এর পিছনে সজোরে ধাক্কা, ঘটনা স্থলে তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পটাশপুর থানার পুলিশ এসে মৃত দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠায়। পটাশপুর থানার ওসি দীপক কুমার চক্রবর্তী জানিয়েছেন,
বেপরোয়া গতির জোরে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটেছে। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। তবে তার এই অশান্তি এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।
No comments