দমকল ও পুলিশ বাহিনী উদ্যোগে পুকুর থেকে উদ্ধার হলো মৃত দেহ
পূর্ব মেদিনীপুরের রামনগর থানার ঠিকরা গ্রামের এক বাসিন্দা, প্রতিদিনের মতো ১০০ দিনের কাজ করতে এসেছিলেন । সকলের সাথে ওই পুকুর পরিষ্কার করতে নেমে ছিলেন। তারপর ওই পুকুরে তলিয়ে …
দমকল ও পুলিশ বাহিনী উদ্যোগে পুকুর থেকে উদ্ধার হলো মৃত দেহ
পূর্ব মেদিনীপুরের রামনগর থানার ঠিকরা গ্রামের এক বাসিন্দা, প্রতিদিনের মতো ১০০ দিনের কাজ করতে এসেছিলেন । সকলের সাথে ওই পুকুর পরিষ্কার করতে নেমে ছিলেন। তারপর ওই পুকুরে তলিয়ে যায় দীপক প্রধান । গ্রামের একটি কচুরিপানা ভর্তি পুকুরে কাজ করার সময় তলিয়ে যায় ।সঙ্গীরা দেখতে না পেয়ে চিৎকার করে এলাকার মানুষ ছুটে আসে পরে, স্থানীয়রা ছুটে এলে ততক্ষণে তলিয়ে যায় পুকুরে, স্থানীয়রা বহু চেষ্টা করে খুঁজে না পেয়ে দমকলে খবর গেলে তারাও হাত লাগান, পুকুরে নেমেছে দমকল বাহিনী তারাও জোরকদমে খোঁজ চালানোর পর অবশেষে পুলিশ ও দমকল কর্মীদের বহু চেষ্টায় মৃত দীপক প্রধানের (35)দেহ উদ্ধার করা গেছে বলে জানা যায়। কিভাবে মৃত্যু হয়েছে তা তদন্ত করছে পুলিশ।
No comments