মহিষাদল সংস্কৃতি সভার উদ্যোগে গুণীজন সংবর্ধনা
মহিষাদল : মহিষাদল সংস্কৃতি সভা - র আয়োজনে বিজয়া সম্মিলন ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান সাড়ম্বরে অনুষ্ঠিত হলো মহিষাদল রবীন্দ্র পাঠাগার মঞ্চে। অনুষ্ঠানের সূচনা হয় প্রদ্বীপ প্রজ্জ্বলনে…
মহিষাদল সংস্কৃতি সভার উদ্যোগে গুণীজন সংবর্ধনা
মহিষাদল : মহিষাদল সংস্কৃতি সভা - র আয়োজনে বিজয়া সম্মিলন ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান সাড়ম্বরে অনুষ্ঠিত হলো মহিষাদল রবীন্দ্র পাঠাগার মঞ্চে। অনুষ্ঠানের সূচনা হয় প্রদ্বীপ প্রজ্জ্বলনের মাধ্যমে । প্রদীপ প্রজ্বলন করেন সংস্কৃতি সভার সভাপতি অধ্যাপক হরিপদ মাইতি ,সম্পাদক শশাঙ্ক শেখর মাইতি, সাধারণ সম্পাদক দেবাশীষ মাইতি ও কোষাধ্যক্ষ রমেশ চন্দ্র সাঁতরা সহ উপস্থিত বিশিষ্ট ব্যক্তিগণ। অনুষ্ঠানে বিশেষ সম্মাননা জ্ঞাপন করা হয় মহিষাদলের সন্তান ,মহিষাদলের ভূমিপুত্র তথা এলাকার জনপ্রিয় বিধায়ক তিলক কুমার চক্রবর্তী কে। হার্দিক সম্বর্ধনা প্রদান করা হয় মহিষাদলের তিন কৃতি সন্তান -- সদ্য দ্রোণাচার্য সম্মানে বিভূষিত জাতীয় সাঁতার প্রশিক্ষক ড.তপন কুমার পানিগ্রাহী, প্রখ্যাত সাহিত্য -- গবেষক, সম্পাদক ও লেখক ড . প্রভাত কুমার দাস এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কৃতী অধ্যাপক ও ডিন ড. নীতীন চট্টোপাধ্যায়- কে। এছাড়াও অনুষ্ঠানে বিজয়ার শুভেচ্ছা বিনিময় ,মহিষাদল বিষয়ে কুইজ ও তথ্যচিত্র, দুঃস্থ ছাত্র-ছাত্রীদের মধ্যে বই বিতরণ ,কৃতী ছাত্রদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
No comments