Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

নয়াচর পরিদর্শনে রাজ্য ও পূর্ব মেদিনীপুর জেলার প্রশাসনিক কর্তারা"

নয়াচর পরিদর্শনে  রাজ্য ও পূর্ব মেদিনীপুর  জেলার প্রশাসনিক  কর্তারা"
 নয়াচরে হবে ফিশিং হাব।  হাওড়ার প্রশাসনিক বৈঠকে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায়। সেই সঙ্গে মৎস্যজীবীদের ক্রেডিট কার্ড দেওয়ার কথাও ঘোষণা করেন তিনি। কিষ…

 





 

নয়াচর পরিদর্শনে  রাজ্য ও পূর্ব মেদিনীপুর  জেলার প্রশাসনিক  কর্তারা"

 নয়াচরে হবে ফিশিং হাব।  হাওড়ার প্রশাসনিক বৈঠকে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায়। সেই সঙ্গে মৎস্যজীবীদের ক্রেডিট কার্ড দেওয়ার কথাও ঘোষণা করেন তিনি। কিষান ক্রেডিট কার্ডের মতো করা যায় কি না দপ্তরের প্রধান সচিব অত্রি ভট্টচার্যকে নির্দেশ দেন তিনি। সে-সময় সমবায় দপ্তরের অতিরিক্ত মুখ্যসচিব এম ভি রাও বলেন, মৎস্যজীবীদের জন্য ক্রেডিট কার্ড দেওয়া হলে সমবায় ব্যাঙ্ক থেকে ঋণ দেওয়া যাবে। ওইসঙ্গে কৃষকদের মতো মৎস্যজীবীদেরও তালিকা করে ক্রেডিট কার্ড দিতে বলেন মুখ্যমন্ত্রী। নয়াচরে ফিশিং হাব করার কথাও বলেন তিনি। এর ফলে বহু মানুষের কাজের সুযোগ বাড়বে। নয়াচরে কী হবে তা নিয়ে বাম আমল থেকে চর্চার বিষয় ছিল। সে-সময় সেখানে কেমিক্যাল হাব করার সিদ্ধান্ত নিয়েছিল বাম সরকার। তীব্র বিরোধিতা করেছিল সাধারণ মানুষ। তৃণমূল কংগ্রেস সেই আন্দোলনের পাশে ছিল। 

কিন্তু ফিশিং হাব হলে সাধারণ মানুষের কোনও আপত্তি থাকবে না। সেই কথা মাথায় রেখে মৎস্য দপ্তরকে ফিশিং হাব করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। তারই  জন্য পরিদর্শনে গেলেন জেলা প্রশাসনের কর্তারা সহ রাজ্যের অতিরিক্ত মুখ্য সচিব অত্রি ভট্টাচার্য্য, বুধবার ২৪ নভেম্বর বেলা নাগাদ জেলাশাসক কে সঙ্গে নিয়ে নয়াচর গেলেন।, হলদিয়া থেকে নয়াচরে যাবার সময় হলদিয়া ভবনে অভ্যর্থনা জানান হলদিয়া পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিলর আজগর আলী( পল্টু) সকলকে ফুলের তোড়া দিয়ে সম্মানিত করলেন।এইদিন নয়াচরে  কোথায় কতগুলি মাছ চাষের পুকুর রয়েছে তার খোঁজ খবর নেন, পাশাপাশি নয়াচরে জেটি ঘাট সংলগ্ন একটি অস্থায়ী প্রাথমিক বিদ্যালতের শিক্ষক শিক্ষিকা সহ পড়ুয়াদের নানান সমস্যার কথা জানতে চান, পাশাপাশি পানীয় জলের সমস্যা নিয়েও এই দিন এলাকা বাসীরা কথা বলেন, দ্রুত সমস্যা সমাধান করা হবে বলে জানান প্রশাসনিক কর্তারা।

No comments