Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

রাজদূত ব্যায়ামাগার ও কাঁথি লায়ন্স ক্লাবের উদ্যোগে দুঃস্থ ও অসহায় মানুষদের উৎসবে বস্ত্র প্রদান

দীপাবলী উৎসবের আনন্দ সকলের সাথে ভাগ করে নিতে ভ্রাতৃ দ্বিতীয়ায় গরিব ও অসহায় মানুষদের হাতে নতুন বস্ত্র তুলে দিলো রাজদূত ব্যায়ামাগার ও কাঁথি লায়ন্স ক্লাব।কাঁথি পৌর এলাকার অন্যতম প্রাচীন সার্বজনীন কালী পুজা কমিটি রাজদূত ব্যায়ামাগার।…

 





 দীপাবলী উৎসবের আনন্দ সকলের সাথে ভাগ করে নিতে ভ্রাতৃ দ্বিতীয়ায় গরিব ও অসহায় মানুষদের হাতে নতুন বস্ত্র তুলে দিলো রাজদূত ব্যায়ামাগার ও কাঁথি লায়ন্স ক্লাব।

কাঁথি পৌর এলাকার অন্যতম প্রাচীন সার্বজনীন কালী পুজা কমিটি রাজদূত ব্যায়ামাগার।উৎসবের দিন গুলোতে প্রতি বছর গরীব ও অসহায় মানুষদের সহায়তা করে রাজদূত ব্যায়ামাগার।এবার কাঁথি লায়ন্স ক্লাবের সাথে যৌথ ভাবে সেই কর্মসূচী পালন করলো।

শনিবার ভ্রাতৃ দ্বিতীয়ার সন্ধ্যায় এই কর্মসূচীর উদ্বোধন করেন কাঁথি পৌরসভার প্রশাসক মন্ডলীর সদস্য তথা কাঁথি লায়ন্স ক্লাবের সদস্য সুপ্রকাশ গিরি।পৌরহিত্য করেন রাজদূত ব্যায়ামাগারের সভাপতি ডাঃ শ্রীমন্ত বানিয়া।অন্যান্যদের মধ্যে ছিলেন জেলা পরিষদের প্রাক্তন সহকারী সভাধিপতি তথা কাঁথি লায়ন্স ক্লাবের সদস্য মামুদ হোসেন,লায়ন্স ডিস্ট্রিক্ট ৩২২সি১ এর জিএমটি কো অর্ডিনেটার অর্নব মাইতি,কাঁথি পৌরসভার প্রশাসক মন্ডলীর সদস্য রত্নদীপ মান্না,চৌরঙ্গী লায়ন্স ক্লাবের চার্টাড প্রেসিডেন্ট বিশ্বজিৎ মাইতি,মৎস্যজীবি সংগঠনের কাঁথি মহকুমা নেতৃত্ব তথা দারুয়া লায়ন্স ক্লাবের চার্টাড ভাইস প্রেসিডেন্ট আমিন সোহেল,চৌরঙ্গী লায়ন্স ক্লাবের চার্টাড ভাইস প্রেসিডেন্ট তথা বলাগেড়িয়া সেন্ট্রাল কো অপারেটিভ ব্যাঙ্কের প্রাক্তন ডাইরেক্টার শশাঙ্ক শেখর হাজরা,কাঁথি মহকুমা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সতীনাথ দাস অধিকারী,কাঁথি লায়ন্স ক্লাবের সম্পাদক তরুন কান্তি মহাপাত্র,ট্রেজারার ইন্দ্রনীল সামন্ত। অনুষ্ঠানে উপস্থিত বক্তারা তাঁদের ভাষনে রাজদূত ব্যায়ামাগার ও কাঁথি লায়ন্স ক্লাবের এই উদ্যোগকে সাধুবাদ জানান।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাজদূত ব্যায়ামাগারের সহ সভাপতি রামকৃষ্ণ পন্ডা।

রাজদূত ব্যায়ামাগারের কোষাধ্যক্ষ তথা কাঁথি লায়ন্স ক্লাবের প্রাক্তন ট্রেজারার রাজনন্দিনী নন্দ মিশ্র জানিয়েছেন এদিন ১০০ জনের বেশী মানুষের হাতে কম্বল,চাদর,শাড়ি,বেডশীট ও মশারি তুলে দেওয়া হয়েছে।

No comments