Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

রাজদূত ব্যায়ামাগারের মন্ডপের উদ্বোধন করলেন জ্যোতির্ময়

পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি শহরের প্রাচীন সার্বজনীন শ্যামা পুজা গুলির মধ্যে অন্যতম ক্যানেলপাড়ের রাজদূত ব্যায়ামাগারের পুজা।এবার ৫৫তম বর্ষে পদার্পন করলো এই পুজা।
বৃহস্পতিবার এবারের পুজা মন্ডপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের প্রাক্…

 




পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি শহরের প্রাচীন সার্বজনীন শ্যামা পুজা গুলির মধ্যে অন্যতম ক্যানেলপাড়ের রাজদূত ব্যায়ামাগারের পুজা।এবার ৫৫তম বর্ষে পদার্পন করলো এই পুজা।


বৃহস্পতিবার এবারের পুজা মন্ডপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের প্রাক্তন সমবায় মন্ত্রী জ্যোতির্ময় কর ।অন্যান্যদের মধ্যে ছিলেন রাজ্য স্পোর্টস কাউন্সিলের সদস্য তথা কাঁথি চৌরঙ্গী লায়ন্স ক্লাবের সভাপতি বিশ্বজিৎ মাইতি, কাঁথি মহকুমা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সতীনাথ দাস অধিকারী,সহ সভাপতি বিশ্বজিৎ দত্ত প্রমুখ।পরে অনুষ্ঠানে যোগ দেন কাঁথি পৌরসভার প্রশাসক হরিসাধন দাস অধিকারী,সহ পৌর প্রশাসক দেবাশীষ পাহাড়ী,দুই প্রবীন সাংবাদিক চন্দন আচার্য্য ও সুদীপ মাইতি।


রাজ্যের প্রাক্তন সমবায় মন্ত্রী জ্যোতির্ময় কর তাঁর বক্তব্যে বলেন কাঁথির অন্যান্য শ্যামা আরাধক পূজা আয়োজকদের থেকে বরাবরই অন্য রকম রাজদূত ব্যায়ামাগার।শিব জ্ঞানে জীব সেবার মাধ্যমে মায়ের পুজার আয়োজনকে আরো প্রাসঙ্গিক করে তোলেন এখানকার আয়োজকেরা।অন্যান্য বক্তারাও তাঁদের ভাষনে রাজদূত ব্যায়াগারের পূজা আয়োজকদের প্রশংসা করেন ।সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাজদূত ব্যায়ামাগারের সহ সভাপতি তথা কাঁথি মহকুমা ক্রীড়া সংস্থার সহ সাধারন সম্পাদক রামকৃষ্ণ পন্ডা।

বিজ্ঞাপন



রাজদূত ব্যায়ামাগারের কোষাধ্যক্ষ তথা ক্লাবের প্রতিষ্ঠাতা নিকিলেশ নন্দের মেয়ে রাজনন্দিনী নন্দ মিশ্র জানিয়েছেন আগামী দুই তিন দিন ধরে বিভিন্ন সামাজিক কর্মসূচী গ্রহন করা হয়েছে।

বিজ্ঞাপন



No comments