Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

আবাহন- পার্থ প্রতিম চট্টোপাধ্যায়

আলোর বেণুর সুরে সুরেমাতাল হল সমীরণ,শারদ গগনে অরুন বীণাগাহে সুরের আলাপন।দিকে দিগন্তরে আনন্দযজ্ঞেমায়ের আবাহন,মৃন্ময়ী তে প্রকাশ চিন্ময়ী সত্তামধুর' নিরুপম।তব পরশে তব সৃষ্টি মাগোআলোকিত অনন্দমগ্ন,দুঃখ বিষাদ বেদনা তমশাসকল ই হল ভগ্ন।…

 






আলোর বেণুর সুরে সুরে

মাতাল হল সমীরণ,

শারদ গগনে অরুন বীণা

গাহে সুরের আলাপন।

দিকে দিগন্তরে আনন্দযজ্ঞে

মায়ের আবাহন,

মৃন্ময়ী তে প্রকাশ চিন্ময়ী সত্তা

মধুর' নিরুপম।

তব পরশে তব সৃষ্টি মাগো

আলোকিত অনন্দমগ্ন,

দুঃখ বিষাদ বেদনা তমশা

সকল ই হল ভগ্ন।

হৃদিমন্দিরের বিল্বতলে আজি

করি সনাতনী তব আবাহন,

কারণ সলিলে মগ্ন অন্তর মম

তব চিৎশক্তিতে কর বিমোচন।

তব মায়া তে ইন্দ্রিয় ভোগে

ভুলেছি অভাব অন্তরের,

ঘুচাও মায়া মুছাও কালিমা

মম হৃদিলোক কান্তরের।

যোগের অঙ্ক শেখাও মোরে

কর চিত্ত ধ্যান বোধিত,

ব্রহ্মানন্দের আলোক মঞ্জিরে

জীবাত্মারে কর নন্দিত।

তব অচিন্ত্য মহিমা অপার

সপ্তলোকে তব প্রকাশ,

বিন্দুতে দাও সিন্ধুর স্বাদ মাগো

চিদাকাশে হোক তব বিকাশ।

গগনে গগনে নিনাদিত অরুণ বিনা

গাহে পরমেশ্বরী তব জয়গান,

হে ভগবতী মহালক্ষ্মী মহামায়া

করি তব চরণে প্রণতি প্রদান।।

1 comment