Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়ার পূর্ব শ্রীকৃষ্ণ পুর খো খো একাডেমির হোম লীগের শুভ উদ্বোধন

ষষ্ঠম তম বর্ষ  হলদিয়ার পূর্ব শ্রীকৃষ্ণ পুর খো খো একাডেমির হোম লীগের শুভ উদ্বোধন ঘটলো আজ ১৭ নভেম্বর বুধবার। উদ্বোধন করেন এই একাডেমীর সভাপতি চন্দন কুমার মাঝি । উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা খো খো সংস্থার সভাপতি অবনীন্দ্রনাথ দ…

 





ষষ্ঠম তম বর্ষ  হলদিয়ার পূর্ব শ্রীকৃষ্ণ পুর খো খো একাডেমির হোম লীগের শুভ উদ্বোধন ঘটলো আজ ১৭ নভেম্বর বুধবার। উদ্বোধন করেন এই একাডেমীর সভাপতি চন্দন কুমার মাঝি । উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা খো খো সংস্থার সভাপতি অবনীন্দ্রনাথ দাস ও পশ্চিমবঙ্গ খো খো সংস্থার সহ- সম্পাদক প্রিয়জিত সামন্ত। এছাড়াও উপস্থিত ছিলেন জেলার প্রশিক্ষক দুধ কুমার সামন্ত ও সুব্রত মাইতি। ছটি দলে ৭২ জন খেলোয়াড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে । প্রত্যেক দল প্রত্যেক দলের সঙ্গে লীগ পদ্ধতিতে দুবার করে প্রতিদ্বন্দ্বিতা করবে। সর্বভারতীয় খো খো সংস্থা জাতীয় পর্যায়ের প্রতিযোগিতাতে সেরা খেলোয়াড় হাতে সাব জুনিয়র, জুনিয়র ও সিনিয়র বিভাগে পুরুষ ও মহিলা খেলোয়াড়  যে অ্যাওয়ার্ড গুলো  দেওয়া হয় তাদের নামে অংশগ্রহণকারী দল গুলি হয় ভরত, ইলা, জোনাকি, বীর অভিমুন্য, একলব্য, রানী ঝাঁসি। মনীষা, জানমনি ও মুর্তজা, মইদুল, সঞ্জিত,রবিবুলদের মতো বাংলা দলের খেলোয়াড়দের পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার সেরা খেলোয়াড়রা চন্দন, পুলকেস , রুনু, সুলেখা, সুস্মিতা দের মতো ( বালক ও বালিকা) এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। প্রত্যেক রবিবার করে তিনটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। তিন মাসের এই প্রতিযোগিতায় ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে 23শে জানুয়ারি 2022 নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম জয়ন্তীতে। রানার্স, চ্যাম্পিয়ন ওম্যান অফ দ্যা সিরিজ ও ম্যান অব দ্যা সিরিজ, প্রতিযোগিতার সেরা রানার্স খেলোয়াড় ও সেরা চেজ্জার্স খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

No comments