Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

দীর্ঘ প্রায় দেড় বছর বন্ধ থাকার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আবারো খুলছে স্কুল ,কলেজ

প্রায় দেড় বছরেরও বেশি সময় ধরে বন্ধ ছিল রাজ্য শিক্ষাপ্রতিষ্ঠান গুলি। দীর্ঘ প্রায় দেড় বছর বন্ধ থাকার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আবারো খুলছে স্কুল ,কলেজ।  করোনা মহামারী কালে ছাত্র-ছাত্রীদের পঠন-পাঠনের অন্যত…

 



প্রায় দেড় বছরেরও বেশি সময় ধরে বন্ধ ছিল রাজ্য শিক্ষাপ্রতিষ্ঠান গুলি। দীর্ঘ প্রায় দেড় বছর বন্ধ থাকার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আবারো খুলছে স্কুল ,কলেজ।  করোনা মহামারী কালে ছাত্র-ছাত্রীদের পঠন-পাঠনের অন্যতম মাধ্যম হয়ে দাঁড়িয়েছিল অনলাইন শিক্ষা ব্যবস্থা। দীর্ঘ অপেক্ষার পর আবারো স্কুল খোলার খুশি ছাত্রছাত্রীরা থেকে অভিভাবকরা। স্কুলের ক্লাস রুম থেকে স্কুল প্রাঙ্গণ সমস্তটাই আগেই স্যানিটাইজ করা হয়েছে। করোনা স্বাস্থ্যবিধির কথা মাথায় রেখে  প্রতিটি বেঞ্চে দুজন করে ছাত্র-ছাত্রী বসতে পারবে। ছাত্র-ছাত্রীদের দাবি, বহুদিন পর আবারো খুলছে স্কুল এর ফলে আমরা আনন্দিত। অনলাইনের মাধ্যমে পড়াশোনা হলেও , স্কুলের সেই পরিবেশ পাওয়া যায় না। স্কুলের হারানো পরিবেশ ফিরে পেতে স্কুল করা অত্যন্ত আবশ্যক হয়ে দাঁড়িয়েছিল। রাজ্য সরকারের এই সিদ্ধান্তের আমরা খুশি।স্কুল কর্তৃপক্ষের বলেন, রাজ্য সরকারের ঘোষণার পর আমরা যুদ্ধকালীন তৎপরতায় স্কুল সংস্কারের কাজ শুরু করে দিয়েছিলাম। আজ থেকে আমরাও খুবই খুশী হলাম। ছাত্র-ছাত্রীদের জন্য পর্যাপ্ত পরিমাণে মাস্কের  ব্যবস্থা থাকছে স্কুলে। স্কুলে প্রবেশ করার সাথে সাথেই স্কুলে ঢোকার মুখেই প্রত্যেক ছাত্র-ছাত্রীদের থার্মাল গান দিয়ে চেকিং করা হচ্ছে এবং স্যানিটাইজার এর ব্যবস্থা করা হয়েছে। করণা স্বাস্থ্যবিধি মেনে পঠন -পাঠন চলবে। নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্র-ছাত্রীদের নিয়ে শুরু হচ্ছে স্কুল। তবে কিছুটা আতঙ্কিত মনে করছেন অভিভাবকেরা।স্কুল খোলার খবরে যেমন আনন্দিত ছাত্রছাত্রীরা তেমনই আনন্দিত শিক্ষক শিক্ষিকারাও।

No comments