Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

আবার মাছ ভর্তি ট্রলার ডুবল দিঘা মোহনায় উদ্ধার১২ মৎস্যজীবী

দীঘা মোহনায় ফিশিং করে ফেরার পথে মা জগৎময়ী ট্রলার  চড়ায় ধাক্কা লেগে ডুবে গেল, টলারে থাকা১২ মৎস্যজীবী কে উদ্ধার করল অপর একটি ফিশিং বোট ঘটনাটি ঘটেছে আজ সকালে। নন্দীগ্রামের বকুল কুমার দাসের জগৎময়ী ট্রলারটি চার দিন আগে ফিসিং এর জ…

 




দীঘা মোহনায় ফিশিং করে ফেরার পথে মা জগৎময়ী ট্রলার  চড়ায় ধাক্কা লেগে ডুবে গেল, টলারে থাকা১২ মৎস্যজীবী কে উদ্ধার করল অপর একটি ফিশিং বোট ঘটনাটি ঘটেছে আজ সকালে। নন্দীগ্রামের বকুল কুমার দাসের জগৎময়ী ট্রলারটি চার দিন আগে ফিসিং এর জন্য গভীর সমুদ্র পাড়ি জমিয়েছিল, প্রায় ৫ লক্ষ টাকার মাছ ধরে দিঘা মহানা ফিরে আসার পথে চড়াই ধাক্কা লেগে মোহনার কাছে ডুবে যায়। টলারে থাকা সমস্ত মৎস্যজীবীদের উদ্ধার করে শংকরপুরে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন লঞ্চ মালিক থেকে শুরু করে দিঘা মোহানা ফিশারম্যান এন্ড ফিস ট্রেডার্স এসোসিয়েশন কর্মকর্তারা এবং মৎস্যজীবীরা  । বারংবার সরকারপক্ষকে বলা সত্ত্বেও ড্রেজিং না হওয়ার জন্য বারবার দুর্ঘটনা ঘটছে ফিসিং করে ফেরার পথে দীঘা মোহনায় কাছে । বারবার ক্ষতির সম্মুখীন হচ্ছেন মৎস্যজীবীরা। তাই দ্রুত ড্রেজিং করার জন্য দাবি জানাচ্ছেন মৎস্যজীবীরা।

No comments