তৃতীয় বছরের শুভ সূচনায় আলোক চেতনা পরিবারহলদিয়া:- সুতাহাটা ব্লকের চৈতন্যপুর শহীদ পাঠাগারে স্বাধীনতা সংগ্ৰামী কুমার চন্দ্র জানার ১৩৩ তম জন্মদিন পালন করা হয়।রবিবার সকালে কুমার চন্দ্র জানার প্রতিকৃতিতে মাল্যদান করেন পাঠাগারের প্রাক…
তৃতীয় বছরের শুভ সূচনায় আলোক চেতনা পরিবার
হলদিয়া:- সুতাহাটা ব্লকের চৈতন্যপুর শহীদ পাঠাগারে স্বাধীনতা সংগ্ৰামী কুমার চন্দ্র জানার ১৩৩ তম জন্মদিন পালন করা হয়।রবিবার সকালে কুমার চন্দ্র জানার প্রতিকৃতিতে মাল্যদান করেন পাঠাগারের প্রাক্তন সম্পাদক সুব্রত জানা সহ অন্যান্য সদস্যবৃন্দ।
এদিন হলদিয়ার গিরিশমোড় কুমার চন্দ্র জানা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে সারাদিন ধরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চৈতন্যপুরে শহীদ পাঠাগারের অনুষ্ঠান কক্ষে স্কুল,কলেজের ছাত্রছাত্রীদের তৈরি স্বেচ্ছাসেবী সংস্থা আলোক চেতনা পরিবারের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন করা হয়।এলাকার ৫০ জন দুঃস্থ ও অসহায় ছাত্রছাত্রীদের হাতে বই,খাতা,স্কুল ব্যাগ ও চারাগাছ তুলে দেওয়া হয়।
মূমুর্ষ ও থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের রক্তের জোগান দিতে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়।
১৭ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করে।অশোক ব্লাড ব্যাঙ্ক রক্ত সংগ্ৰহ করে।
সংস্থার সম্পাদক মনেন্দু দাস ও সভাপতি রনজিৎ সিংহ জানিয়েছে নিজেদের হাত খরচ বাঁচিয়ে পড়াশোনার পাশাপাশি কয়েকজন বন্ধু একসাথে সমাজের জন্য কিছু করতে চেয়েছিলাম।গত দু'বছর ধরে বহু ছাত্রছাত্রীদের বই,খাতা প্রদান থেকে শুরু করে করোনার কঠিন সময়ে মানুষকে খাদ্য সামগ্ৰী বিতরণ,বন্যায় বানভাসি মানুষের কাছে শুকনো খাবার নিয়ে পৌঁছে গিয়েছি।
এভাবেই মানুষের পাশে থাকার চেষ্টা করেছি।আগামীদিনেও থাকবো।
এদিন সংস্থার প্রত্যেক সদস্যদের হাতে চারাগাছ ও মানপত্র তুলে দেওয়া হয়।উপস্থিত ছিলেন অধ্যাপক অর্ণিবান দাস,প্রধান শিক্ষক প্রাণনাথ শেঠ,পরিবেশপ্রেমী দিলীপ কুমার পাত্র সহ অন্যান্যরা।
No comments